সড়ক দুর্ঘটনায় ববি’র ছাত্রীর মৃত্যু, প্রতিবাদে অবরোধ

, ক্যাম্পাস

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, বরিশাল | 2024-10-31 15:30:51

বরিশাল বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী মাইশা ফৌজিয়া মিম সড়ক দুর্ঘটনায় নিহত হওয়ার ঘটনায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) সকাল থেকে বরিশাল-পটুয়াখালী মহাসড়ক অবরোধ করে নিহত মাইশার জন্য বিচার দাবি করেন তারা। এতে সড়কের দুই প্রান্তে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।

শিক্ষার্থীরা অভিযুক্ত বাসের চালক, হেলপার ও মালিকের গ্রেফতারসহ বরিশাল-ভোলা এবং বরিশাল-পটুয়াখালী মহাসড়কে নিরাপত্তা ব্যবস্থা জোরদারের দাবি তুলেছেন। প্রতিবাদে অংশ নেয়া শিক্ষার্থীরা জানিয়েছেন, দাবি পূরণের নিশ্চয়তা না পাওয়া পর্যন্ত তারা সড়ক থেকে সরে আসবেন না।

সড়ক অবরোধ চলাকালে দুপুর সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে মাইশার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় মাইশার পরিবারের সদস্য, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, বিভাগীয় কমিশনার এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

এরআগে বুধবার (৩০ ডিসেম্বর) রাতে কুয়াকাটা থেকে বরিশালের দিকে বেপরোয়া গতিতে আসা নারায়ণগঞ্জ ট্রাভেলসের একটি বাস মাইশাকে চাপা দেয়। ঘটনাস্থল থেকে বাসটিকে আটক করে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের সামনে নিয়ে আসেন এবং বিক্ষোভে ফেটে পড়েন। এক পর্যায়ে শিক্ষার্থীরা বাসটি ভাঙচুর করে এবং তাতে আগুন ধরিয়ে দেয়।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. সূচিতা শারমিন জানিয়েছেন, শিক্ষার্থীদের দাবিগুলোর মধ্যে ৪৮ শতাংশ সমাধানের পথে, বাকিগুলো নিয়ে সংশ্লিষ্ট দপ্তরগুলোর সাথে আলোচনা চলছে। দ্রুতই শিক্ষার্থীদের সঙ্গে বসে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে।

সকাল থেকে সড়ক অবরোধ থাকায় উভয় প্রান্তে যানবাহনের দীর্ঘ লাইন পড়েছে, বিশেষত কুয়াকাটাগামী পর্যটকরা ও স্থানীয় যাত্রীরা চরম দুর্ভোগের সম্মুখীন হয়েছেন। নিরাপত্তার দায়িত্বে রয়েছে সেনাবাহিনী।

এদিকে, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এ ঘটনার পরদিন বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করেছে।

এ সম্পর্কিত আরও খবর