ছাত্র, শ্রমিক, জনতার ওপর জাতীয় পার্টির কর্মীদের হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলন।
বৃহস্পতিবার (৩১ অক্টোবর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য থেকে মিছিলটি শুরু হয়ে বিশ্ববিদ্যালয়ের হলপাড়া প্রদক্ষিণ করে আবার রাজু ভাস্কর্যে এসে জড়ো হয়।
এর আগে সন্ধ্যা ছয়টার দিকে ছাত্র, শ্রমিক, জনতার সদস্যরা মশাল মিছিল নিয়ে জাতীয় পার্টির অফিসের দিকে গেলে তাদের ওপর হামলা করে জাতীয় পার্টির নেতাকর্মীরা।
হামলার এক ঘণ্টা পরেই বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলনের সমন্বয়ক সার্জিস আলম ও হাসনাত আব্দুল্লাহ ফেসবুকে পোস্ট দিয়ে শিক্ষার্থীদের রাজু ভাস্কর্যে জড়ো হতে বলেন।
মিছিলে বক্তারা বলেন, আজকে সন্ধ্যায় জাতীয় পার্টির কর্মীরা ছাত্র জনতার ওপর হামলা করে। একটু আগেই তাদের বিরুদ্ধে আমরা মশাল মিছিল করেছি। তারা কিভাবে সাহস পায় হামলা করার। জাতীয় পার্টিকে অবিলম্বে নিষিদ্ধ করতে হবে।
সমন্বয়ক মাহিন সরকার বলেন, জাতীয় পার্টির হামলার প্রতিবাদে আমরা রাজু ভাস্কর্যে জড়ো হয়েছি। তারা আওয়ামী দোসরদের মাথাচারা দিতে সাহায্য করছে। আমাদের শিক্ষার্থীরা আসলে আমরা একসাথে তাদের অফিসে যাব। আজকের মধ্যেই তাদের অফিস সিলগালা করবো ।
এসময় শিক্ষার্থীদের একটি ঝটিকা মিছিল হাইকোর্টের দিকে যেতে দেখা যায়।