শ্যামা কালী পূজা উপলক্ষে দীপাবলি ও দামোদর প্রদীপ প্রজ্জ্বলনের আয়োজন করেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) পূজা উদযাপন পরিষদ।
বৃহস্পতিবার (৩১ অক্টোবর) বিকেল সাড়ে ৫টা থেকে বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে এ অনুষ্ঠানের শুরু হয়।
অনুষ্ঠানের শুরুতে সনাতন ধর্মাবলম্বী শিক্ষার্থীরা মিলে শ্যামা সঙ্গীত ও হরিনাম কীর্তন করেন৷ এসময় উপস্থিত ছিলেন অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. স্বপন চন্দ্র মজুমদার, ইংরেজি বিভাগের অধ্যাপক ড. মোহা. হাবিবুর রহমানসহ অন্যান্য শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা।
অনুষ্ঠানে অধ্যাপক ড. স্বপন চন্দ্র মজুমদার বলেন, ‘এ আয়োজনের প্রদীপ প্রজ্জ্বলন একটা প্রতীক মাত্র। এ সমাজ তখনই আলোকিত হবে যখন সবাই শিক্ষা, জ্ঞান ও বিবেকের মাধ্যমে সমাজে ভূমিকা রাখতে পারবে। এক্ষেত্রে শিক্ষার্থীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সারা বিশ্বে যেসব হানাহানি, এসব বন্ধ করা যাবে সকলে যদি জ্ঞানের আলোয় আলোকিত হয়।’
অনুষ্ঠানের শেষে পূজা উদযাপন পরিষদের সভাপতি সৌরভ বিশ্বাস বলেন, ‘আমরা খুবই আনন্দিত কোনো প্রকার সমস্যা ছাড়া এ অনুষ্ঠান আয়োজন করতে পেরেছি। সকলের অংশগ্রহনে এ অনুষ্ঠান অনেক সুন্দরভাবে করতে পেরেছি। সকলকে ধন্যবাদ।’