র‍্যাগিং নিয়ে কঠোর অবস্থানে বেরোবি প্রশাসন

, ক্যাম্পাস

বেরোবি করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2024-11-03 08:43:58

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) নবীন শিক্ষার্থীদের সঙ্গে কোনো ধরনের র‌্যাগিং করলে আইন অনুযায়ী যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

শনিবার (২ নভেম্বর) বেরোবির প্রক্টর ড. মো. ফেরদৌস রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, র‌্যাগিং হলো শিক্ষা প্রতিষ্ঠানে নবাগত শিক্ষার্থীকে পরিচিত হওয়ার নামে বিভিন্নভাবে বিব্রত করা, বিরক্ত, অপমান ও অসভ্য আচরণ করা। এছাড়া শারীরিক ও মানসিকভাবে নির্যাতন। এটি সামাজিক ব্যাধি, এর ফলে ক্যাম্পাসে শিক্ষার পরিবেশ বিঘ্নিত হয়। শিক্ষার্থীর মানসিক সমস্যার সৃষ্টি হয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, নবাগত শিক্ষার্থীদের সঙ্গে কোনো প্রকার র‌্যাগিং করা যাবে না। র‌্যাগিং-এ কোনো শিক্ষার্থীর সংশ্লিষ্টতার অভিযোগ পাওয়া মাত্র তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

উল্লেখ্য, ৩ নভেম্বর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত হবে। নবীনবরণ উপলক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটি বিভাগ সাজানো হয়েছে। সেইসঙ্গে বিভাগগুলোতে ফুল দিয়ে বরণসহ বিভিন্ন কর্মসূচি হাতে নেওয়া হয়েছে।

এ সম্পর্কিত আরও খবর