বরিশালের সরকারি ব্রজমোহন (বিএম) কলেজ স্বতন্ত্র করাসহ তিন দফা দাবিতে আন্দোলনে নেমেছে শিক্ষার্থীরা।
সোমবার (৪ নভেম্বর) বেলা ১১টায় কলেজ ক্যাম্পাসের জিরো পয়েন্টে তারা মানববন্ধন করেন।
তাদের দাবির মধ্যে রয়েছে সেশনজট নিরসন, উত্তরপত্রের সঠিক মূল্যায়ন এবং ব্রজমোহন কলেজকে স্বতন্ত্র প্রতিষ্ঠানে রূপান্তর। এই কর্মসূচিতে কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
আন্দোলনের এক শিক্ষার্থী শুভ বলেন, শিক্ষাজীবনে নানা অব্যবস্থাপনার মধ্যে দিয়ে যাচ্ছি আমরা। বিএম কলেজের সেশনজটের কারণে অনেক শিক্ষার্থীর চাকরির বয়স শেষ হয়ে যায়। তাছাড়া, উত্তরপত্রের অবমূল্যায়ন আমাদের সমস্যাগুলোর একটি বড় কারণ। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে থাকায় আমাদের গুরুত্ব কমে যাচ্ছে। এসব বৈষম্যের অবসান চাই আমরা।
অন্য আরেক শিক্ষার্থী সাকিবুল হৃদয় বলেন, ব্রজমোহন কলেজের নিজস্ব ঐতিহ্য আছে এবং এটি স্বতন্ত্র প্রতিষ্ঠান হিসেবে চলার যোগ্যতা রাখে। তাই আমরা চাই আমাদের কলেজকে কারো অধীনে না রেখে স্বতন্ত্র প্রতিষ্ঠান হিসেবে ঘোষণা দেওয়া হোক।