নতুন করে সাজানো হচ্ছে ডাকসু ভবন

বিবিধ, ক্যাম্পাস

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-31 20:00:54

দীর্ঘ ২৮ বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন। একে কেন্দ্র করে সরব হয়ে উঠেছে ক্যাম্পাস। নির্বাচনের সেই রেশ পড়ছে ডাকসু ভবনেও। ভবনটি সংস্কারের উদ্যোগ নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

সোমবার (১১ ফেব্রুয়ারি) তফসিল ঘোষণার পর থেকেই শুরু হয়েছে ক্ষণগণনা। এই নির্বাচনের মাধ্যমে ডাকসু ভবনে চরণ পড়বে ভিপি-জিএসদের। আর তাই জীর্ণশীর্ণ নির্জীব ভবনটির প্রাণ ফেরাতে চলছে রঙের কাজ, কক্ষগুলোতেও চলছে ঘষামাজা।

সোমবার (১১ ফেব্রুয়ারি) সরজমিনে গিয়ে দেখা যায়, ভবনের বাইরের দেয়ালে রং করছেন মিস্ত্রীরা। লাগানো হয়েছে নতুন নামফলক। দ্বিতীয় তলায় ভবনের ভিপি-জিএসসহ সম্পাদকদের কক্ষে চলছে পরিষ্কার অভিযান। বদলানো হচ্ছে ভাঙাচোরা চেয়ার, টেবিল ও অন্যান্য আসবাবপত্র।

নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মচারী বার্তা২৪.কমকে বলেন, ‘২৮ বছর ধরে তো যেনতেনভাবে চলেছে; এখন সেই সুযোগ আর নেই। সেজন্য রং করার পাশাপাশি নেতাদের রুমগুলো ঠিক করা হচ্ছে।‘

এ সম্পর্কিত আরও খবর