শেকৃবিতে ভেটেরিনারি ইন্টার্নশিপ ওরিয়েন্টেশন প্রোগ্রাম

, ক্যাম্পাস

শেকৃবি করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2024-11-10 17:31:56

শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) এনিম্যাল সায়েন্স এন্ড ভেটেরিনারি মেডিসিন (এএসভিএম) অনুষদের ৮ম ব্যাচের শিক্ষার্থীদের ইন্টার্নশিপ রিসিপশন এন্ড ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। ছয় মাসব্যাপী এই ইন্টার্নশিপ প্রোগ্রামে ভেটেরিনারি অনুষদের ১০০ জন শিক্ষার্থী ২০টি গ্রুপে বিভক্ত হয়ে বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে প্রশিক্ষণ গ্রহণ করবেন।

বর্ণাঢ্য এক আয়োজনে রোববার (১০ নভেম্বর ) বিশ্ববিদ্যালয়ের টিএসসি ভবনে ইন্টার্নশিপ প্রোগ্রাম-২০২৩ এর উদ্বোধন করা হয়। এসময় উপস্থিত ছিলেন এএসভিএম অনুষদের ডিন অধ্যাপক জাহাঙ্গীর আলম সহ অন্যসব অনুষদের শিক্ষক ও ইন্টার্ন শিক্ষার্থীরা। পরবর্তীতে টিএসসি ভবনের সেমিনার কক্ষে ইন্টার্নি প্রোগ্রামে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুল লতিফ এর সভাপতিত্বে ইন্টার্নশিপ রিসিপশন এন্ড ওরিয়েন্টেশন প্রোগ্রামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউজিসি এর সদস্য অধ্যাপক ড. মোহাম্মদ তানজিমুদ্দিন খান। বিশেষ অতিথি হিসেবে ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. বেলাল হোসেন,ট্রেজারার অধ্যাপক ড. মো. আবুল বাশার। এছাড়া অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্কয়ার ফার্মাসিউটিক্যালসের এগ্রো ভেট অ্যান্ড ক্রপ কেয়ার ডিভিশনের ম্যানেজার মো. মিজানুর রহমান।

অনুষ্ঠানের শুরুতে ইন্টার্ন শিক্ষার্থীদের নিয়ে রোগ প্রতিরোধ ও ব্যবস্থাপনাবিষয়ক বিশেষ টেকনিক্যাল সেশন আয়োজন করেন স্কয়ার ফার্মাসিউটিক্যালসের এগ্রো ভেট প্রোডাক্ট ডিভিশন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন ইন্টার্নশিপ কো-অর্ডিনেটর সহযোগী অধ্যাপক ড. মো. ইফতেখার রহমান এবং ইন্টার্ন-২৩ এর ওপর বিশেষ উপস্থাপনা প্রদান করেন ইন্টার্নশিপ কো-অর্ডিনেটর সহযোগী অধ্যাপক ড. মো. রাশেদুল ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে ইউজিসি এর সদস্য অধ্যাপক ড. মোহাম্মদ তানজিমুদ্দিন খান বলেন, এই ইন্টার্নশিপ প্রোগ্রাম শিক্ষার্থীদের জন্য পাঠ্য বইয়ের বাইরে হাতে কলমে জ্ঞান অর্জনের এক অনন্য সুযোগ । এই সুযোগকে কাজে লাগাতে হবে। তাছাড়া আমাদের দেশের স্বার্থে কৃষি এবং ভেটেরিনারি সেক্টরের ভূমিকা অনেক গুরুত্বপূর্ণ। করোনাকালীন সময়ে সারা পৃথিবীতে খাদ্য চাহিদা তৈরি হলেও আমাদের এখানে হয়নি শুধু মাঠে ঘাটের মানুষের জন্য। আর এই সেক্টরের মানুষ মাঠ ঘাটের মানুষের সাথে ওতোপ্রোতভাবে জড়িত। দেশের সমৃদ্ধির জন্য তাদের গুরুত্ব অপরিসীম।

সভাপতির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুল লতিফ বলেন, ইন্টার্নশিপ প্রোগ্রাম খুবই গুরুত্বপূর্ণ আমাদের শিক্ষার্থীদের জন্য। শুধু পাঠ্যপুস্তকে অর্জিত জ্ঞান শিক্ষার্থীদের অভিজ্ঞতা এবং পারদর্শিতার জন্য যথেষ্ট নয়। বাস্তবিক জ্ঞান অর্জন করারো প্রয়োজনীয়তা রয়েছে যা এই প্রোগ্রামের মাধ্যমে অর্জন করার সুযোগ তৈরি হয়। আশা করছি আমাদের শিক্ষার্থীরা এই ইন্টানশিপ প্রোগ্রামের মাধ্যমে প্রয়োগিক জ্ঞান অর্জন করবেন এবং নতুন যাত্রাকে সমৃদ্ধ করবে।

এ সম্পর্কিত আরও খবর