ফেনী কলেজে ছাত্রদলের মতবিনিময় সভা, সংস্কার চায় শিক্ষার্থীরা

, ক্যাম্পাস

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম,ফেনী | 2024-11-11 20:29:54

ফেনী সরকারি কলেজের সাধারণ শিক্ষার্থীদের সাথে জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এতে ক্যাম্পাস ভিত্তিক ছাত্র রাজনীতির সংস্কার করে বিশৃঙ্খলা ও দখলদারিত্বহীন ক্যাম্পাস গড়ে তোলার দাবি করেছেন শিক্ষার্থীরা।

সোমবার (১১ নভেম্বর) কলেজ বধ্যভূমির মুক্তমঞ্চে আয়োজিত মতবিনিময় সভায় উপস্থিত থেকে সাধারণ শিক্ষার্থীদের সাথে মতবিনিময় করেন জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি মনজুর আলম রিয়াদ, যুগ্ম-সম্পাদক এমরান আলী সরকার, যুগ্ম-সম্পাদক রাধে শ্যাম বিশ্বাস রাজেস ও যোগাযোগ সম্পাদক আরিফ হাসান।

এসময় শিক্ষার্থীদের সাথে ছাত্র রাজনীতি ও বিএনপির আদর্শসহ মুক্ত ক্যাম্পাস বিনির্মাণসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন তারা। শিক্ষার্থীদের মতামত নিয়ে দলীয় প্রভাবমুক্ত ছাত্ররাজনীতি করতে কলেজ ছাত্রদলের নেতাকর্মীদের নির্দেশনা দেন তারা।

শিক্ষার্থীরা বলেন, সাধারণ শিক্ষার্থীরা নিরাপদ ক্যাম্পাস গড়ে তোলার পক্ষে। পূর্বে ছাত্রলীগ যেমন জোরপূর্বক মিছিল মিটিং এ নিয়ে যেত, ক্যাম্পাসে অন্যদলের কাউকে প্রবেশ করতে দিত না, ভিন্ন ধারার হলেই বিতাড়িত করতো তেমন পরিবেশ চায় না। শিক্ষার্থীদের ধারা নির্বাচিত প্রতিনিধিই ক্যাম্পাসে ছাত্রদের অধিকার নিয়ে সোচ্চার থাকবে এমন পরিবেশ নিশ্চিত করার দাবি জানান তারা।

কলেজের শিক্ষার্থী শাফায়াত জামিল বলেন, আমরা ক্যাম্পাসে সুষ্ঠু ধারার রাজনীতি করতে চাই। বিগত সময়ে আমাদেরকে বিভিন্ন ভাবে হয়রানি করা হয়েছে। সাধারণ শিক্ষার্থীরা ভিন্ন মতের হলেই মারধর করা হয়েছে।।ক্যাম্পাসে ভর্তি বাণিজ্য, দখলদারিত্বসহ নানা অপকর্ম করা হয়েছে। এমন কোন ছাত্র রাজনীতি আমরা আগামীতে দেখতে চাইনা। আমরা চাই ছাত্র রাজনীতি সংস্কার হোক, যেখানে সাধারণ শিক্ষার্থীরাই তাদের কথাগুলো তাদের অধিকার আদায়ে কথা বলতে পারবে।

ফেনী সরকারি কলেজ ছাত্রদলের আহবায়ক আবদুল হালিম মানিক জানান, গত ৫ আগস্ট ফ্যাসিবাদ চলে যাওয়ার পর ছাত্র রাজনীতিকে পরিবর্তনের লক্ষ্যে আমরা কাজ করছি। অতীতে ছাত্রলীগ যেমন ক্যম্পাসে দখলদারিত্বের রাজনীতি করত সেগুলোর যাতে পুনরাবৃত্তি না ঘটে সেসব বিষয়ে সামনে রেখে আমরা দলীয় সিদ্ধান্ত অনুযায়ী কাজ করছি। আমরা এমন একটি ক্যাম্পাস চাই যেখানে কোন দলীয় প্রভাব থাকবেনা, ছাত্র সংসদ নির্বাচনে ছাত্রদের ধারা নির্বাচিত প্রতিনিধিরাই ছাত্রদের অধিকার আদায়ে কাজ করবে।

তিনি বলেন, বিএনপির রাষ্ট্র কাঠামোর ৩১ দফা অনুযায়ী সাধারণ ছাত্ররাই ক্যাম্পাসে রাজনীতি করবে। ক্যাম্পাসে কোন সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করতে দেয়া যাবেনা, লেজুড়বৃত্তিক দলীয় প্রভাব সাধারণ শিক্ষার্থীদের মধ্যে ছড়ানো যাবেনা। আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ নির্দেশনা দিয়েছেন যাতে কাউকে জোরজবরদস্তি করা না হয়, মিছিল মিটিং এ যেতে বাধ্য করা নয় আমরা সেদিকগুলো সামনে রেখে কাজ করছি। কোন ছাত্রকে হেনস্তার করার প্রমান পেলে দল সাংগঠনিকভাবে ব্যবস্থা গ্রহণ করার নির্দেশনা দিয়েছে।

মতবিনিময়কালে কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সভাপতি মনজুর আলম রিয়াদ বলেন,ছাত্রদল একদিনের জন্যও গোপনে কাজ করেনি। হামলা মামলার নির্যাতন সহ্য করেও ফ্যাসিবাদ দমনে কাজ করে গেছে। বিএনপি-ছাত্রদল বাঙ্গালী জাতীয়তাবাদ নয়, বাংলাদেশী জাতীয়তাবাদ বিশ্বাস নিয়ে কাজ করে। যারা এ আদর্শ লালন করবে তারাই ছাত্রদলে কাজ করবে।

তিনি বলেন, ছাত্র রাজনীতির যে গৌরবাজ্জ্বল ইতিহাস ছিল সেটি ছাত্রদের মধ্যে ছড়িয়ে দেয়া এবং ছাত্ররা কেমন ছাত্র রাজনীতি চায় সেটি জানতে ছাত্রদলের ৩৮টি দল দেশব্যাপী বিভিন্ন ক্যাম্পাসে গিয়ে মতবিনিময়ে অংশ নিচ্ছে। শিক্ষার্থীদের থেকে আমরা সাড়া পাচ্ছি। বিগত ১৭ বছরে ফ্যাসিবাদ সরকারের যে আচারণ এবং নির্যাতন করা হয়েছিল তারা কেউ কথা বলতে পারেনি। এখন তারা মন খুলে কথা বলছে। তাদের চাওয়ার কথা উল্লেখ করছে। আমরাও সে হিসেবে নির্দেশনা দিয়েছি। সকলের অংশগ্রহণমূলক ছাত্র রাজনীতিতে আমরা বিশ্বাস করি।

ছাত্র রাজনীতির বিষয়ে তিনি বলেন, রাজনীতির কিছু খারাপ দিক দেখা যাচ্ছে। শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর তাদের কিছু দোসর চাচ্ছেনা ইতিবাচক ছাত্র রাজনীতি হোক। আমরা চাচ্ছি সাধারণ শিক্ষার্থীদের অংশীদার হতে। দেশ নায়ক তারেক রহমান যে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছেন ইতিবাচক ছাত্র রাজনীতির জন্য আমাদের নির্দেশনা দিয়েছেন সেটি অনেকে নিতে পারছেনা। সেজন্য কিছু গোপন সংগঠন ও স্বৈরাচারের দোসররা ছাত্রদলের বিরুদ্ধে কাজ করছে।

মতবিনিময়কালে ফেনী জেলা ছাত্রদলের সভাপতি সালাউদ্দিন মামুন, সাধারণ সম্পাদক মোর্শেদ আলম মিলন, সিনিয়র সহ-সভাপতি ফরহাদ উদ্দিন চৌধুরী মিল্লাত, সিনিয়র যুগ্ম-সম্পাদক কাজী নজরুল ইসলাম দুলাল, সাংগঠনিক সম্পাদক জাকের হোসেন রিয়াদসহ কলেজ ছাত্রদলের নেতৃবৃন্দ ও সাধারণ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

এ সম্পর্কিত আরও খবর