জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) নতুন গবেষণা পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন মার্কেটিং বিভাগের অধ্যাপক ইমরামুল হক।
মঙ্গলবার (১২ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. শেখ গিয়াস উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
বিশ্ববিদ্যালয়ের প্রথম সংবিধির ১২ ধারা অনুযায়ী সিন্ডিকেটের অনুমোদন সাপেক্ষে পরবর্তী ০২ (দুই) বছরের জন্য মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. ইমরামুল হক পরিচালক (গবেষণা) হিসেবে নিযুক্ত করা হয়েছে।
নবনিযুক্ত গবেষণা পরিচালক অধ্যাপক ড. ইমরামুল হক বলেন, বিশ্ববিদ্যালয়ের প্রধান কাজ গবেষণা। শুধু বিজ্ঞানেই না সকল অনুষদেই গবেষণা তরান্বিত করতে হবে। বিশ্ববিদ্যালয় ও দেশের সামগ্রিক উন্নয়নে গবেষণা বাড়াতে হবে।
উল্লেখ্য, দায়িত্বপালনকালে তিনি বিধি মোতাবেক ভাতা ও অন্যান্য সুবিধাদি প্রাপ্য হবেন।