নজরুল বিশ্ববিদ্যালয়ে সেমি একাডেমির যাত্রা শুরু

বিবিধ, ক্যাম্পাস

সেন্ট্রাল ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-28 09:29:06

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের (জাককানইবি) শিক্ষার্থীদের দ্বারা পরিচালিত অনলাইন ভিত্তিক কো-কারিকুলার স্কুল সেমি একাডেমির উদ্বোধন করা হয়েছে।

সোমবার (১১ ফেব্রুয়ারি) বিকাল ৪টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এ এইচ এম মোস্তাফিজুর রহমান এর উদ্বোধন করেন। উদ্বোধনকালে তিনি বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক মেধা দেশের সকল স্কুলগামী শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে বিলিয়ে দেবে এই সেমি একাডেমি।’

এ সময় আরোও উপস্থিত ছিলেন- বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার মো. জালাল উদ্দিন, দোলন চাঁপা হলের প্রভোস্ট সহযোগী অধ্যাপক জান্নাতুল ফেরদাউস, থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স বিভাগের সহকারী অধ্যাপক আল জাবির, বাংলালিংক সেরা পাঁচ তরুণ লেখকের অন্যতম কথাসাহিত্যিক ফোকলোর বিভাগের প্রভাষক মেহেদী উল্লাহ ও চারুকলা বিভাগের প্রভাষক মঞ্জুর এলাহি প্রমুখ।

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের একঝাঁক তরুণ শিক্ষার্থী দ্বারা পরিচালিত হচ্ছে অনলাইন ভিত্তিক স্কুলটি। প্রতিষ্ঠাতা পরিচালক বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী মো. ইকবাল হোসেন বলেন, ‘লেখাপড়ার পাশাপাশি সঠিক সময় ও রুটিন মেনে শিক্ষার্থীরা সহশিক্ষা কার্যক্রমে সময় দেবে, কো-কারিকুলার অ্যাডুকেশনের সর্বোত্তম লাভটুকু যেন অর্জন করে সে উদ্দেশ্যে কাজ করছে সেমি একাডেমি।’

উল্লেখ্য, সেমি একাডেমি এক্সট্রা কারিকুলার বিষয়ক অনলাইন স্কুল। স্কুলটিতে বিতর্ক, আবৃত্তি, নাচ, গান, থিয়েটার, নাট্যচর্চা, খেলাধুলা, স্কাউট, রোভার, ল্যাংগুয়েজ ক্লাব, বিজ্ঞান ক্লাব, বিজনেস ক্লাব, লেখালেখি, চিত্রাঙ্কন, ছায়া সম্মেলন ইত্যাদি প্রসারে ইন্টারনেটে যতটুকু সম্ভব রিসোর্স বিনামূল্যে ছড়িয়ে দিতে।

এ সম্পর্কিত আরও খবর