আগরতলায় দূতাবাসে হামলার প্রতিবাদে ঢাবিতে বিক্ষোভ

, ক্যাম্পাস

ঢাবি করেসপন্ডেন্ট, বার্তা ২৪.কম | 2024-12-03 07:45:15

ভারতের আগরতলাস্থ বাংলাদেশ উপ-হাইকমিশনে উগ্র হিন্দুত্ববাদীদের হামলার প্রতিবাদে মশাল-মিছিল ও বিক্ষোভ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীরা।

সোমবার (২ ডিসেম্বর) রাতে ঢাবির সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এর আগে হলগুলো থেকে বিক্ষোভ মিছিল নিয়ে রাজু ভাস্কর্যে এসে একত্রিত হন শিক্ষার্থীরা।

এ সময় তারা ‘দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা’, ‘দিল্লির আগ্রাসন, ভেঙে দাও গুড়িয়ে দাও’, ‘দূতাবাসে হামলা কেন, দিল্লি তুই জবাব দে’, ‘তুমি কে আমি কে, বাংলাদেশ বাংলাদেশ’, ‘ক্ষমতা না জনতা, জনতা জনতা’, ‘দালালি না রাজপথ, রাজপথ রাজপথ’সহ প্রভৃতি স্লোগান দিতে থাকেন।

মশাল মিছিলটি বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিন থেকে শুরু হয়ে, ব্যবসায় প্রশাসন অনুষদ, হল পাড়া, মুহসিন হল, ভিসি চত্বর হয়ে রাজু ভাস্কর্যে এসে শেষ হয়। সেখানেই সংক্ষিপ্ত সমাবেশ করেন তারা।

সমাবেশে শিক্ষার্থীরা বলেন, ‘বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে ভারত যখন নাক গলাবে না, তখনই তারা বন্ধু রাষ্ট্র হতে পারে। এর আগে নয়। গত ১৫ বছর আওয়ামী সরকার ভারতের কাছে ইজারা দিয়ে রেখেছিল। মোদিকে স্পষ্ট বলে দিতে চাই, বাংলাদেশে আওয়ামী শাসন শেষ হয়ে গেছে। বাংলাদেশের মানুষ একতাবদ্ধ হয়ে আওয়ামী লীগকে আর ফিরতে দেওয়া হবে না।’

উল্লেখ্য, গত সোমবার (২ ডিসেম্বর) দুপুরে ভারতের আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনে হামলার ঘটনা ঘটেছে। হাইকমিশনের সামনে হিন্দু সংগ্রাম সমিতি আয়োজিত একটি সভায় এমন ঘটনা ঘটে বলে জানা যায়।

এ সম্পর্কিত আরও খবর