পূর্ব নোটিশ ছাড়াই বন্ধ হলের ডাইনিং, ভোগান্তিতে শিক্ষার্থীরা
কোনো পূর্ব নোটিশ ছাড়াই বন্ধ রয়েছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের ডাইনিং। এতে ভোগান্তিতে পড়েছেন হলের আবাসিক শিক্ষার্থীরা।
এইদিকে পার্শ্ববর্তী অন্য হল ও ক্যাফেটেরিয়ায় দ্বিগুণ চাপ পড়ছে। অনেকে আবার সেখানেও খাবার না পেয়ে চড়া দামে ক্যাম্পাস সংলগ্ন পার্কের মোড়ে বিভিন্ন হোটেলে খাওয়া-দাওয়া করেন।
জানা যায়, খাবারের গুণগত মান বৃদ্ধির লক্ষ্যে গত ৬ নভেম্বর ডাইনিং পরিচালনার দায়িত্ব নেয় আবাসিক হলের তিন শিক্ষার্থী। কিন্তু ২১ দিনের মাথায় কোনো পূর্ব নোটিশ ছাড়াই গত ২৭ নভেম্বর ডাইনিং বন্ধ হয়ে যায়।
ডাইনিং পরিচালনার দায়িত্ব নেওয়া সাজিদুল ইসলাম, সুমন দাস ও শুভ চৌধুরী জানান, আমাদের ব্যক্তিগত কারণে ডাইনিং ছেড়েছি। হুট করে পরীক্ষা দিয়ে দিছে। তাছাড়া আমাদের টিউশন থাকায় আর এই দায়িত্ব পালন করতে পারছি না।
কোনো পূর্ব নোটিশ দিয়েছেন কিনা এমন জবাবে তারা বলেন, নোটিশ বা হল প্রশাসনকে অবগত করার সুযোগ হয়নি।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের আবাসিক শিক্ষার্থী অলিউল ইসলাম বলেন, ডাইনিং বন্ধ থাকায় আমরা খাওয়ার কষ্ট পাচ্ছি। এমনিতেই হলে সকালের খাবার নেই তারপরও ডাইনিং বন্ধ হওয়ায় আমাদের দুপুর ও রাতের খাবার খেতে বিশ্ববিদ্যালয়ের বাহিরে যেতে হয়। সেখানে চড়া দামে খাবার খেতে হয়। বাহিরের খাবার মানসম্মত না হওয়ায় আমরা স্বাস্থ্য ঝুঁকিতে থাকি।
আরেক আবাসিক শিক্ষার্থী সাকিব সরকার বলেন, যেহেতু ডাইনিং শিক্ষার্থীরা চালায় তাদের ক্লাস এসাইনমেন্ট প্রেজেন্টেশন, টিউশনি থাকায় তাদের জন্য কষ্ট হয়ে যায়। এইজন্য হয়তো হুট করে বন্ধ করে দিয়েছে। কিন্তু আমাদের তো খাওয়া লাগবে। অন্তত বন্ধ করার আগে একটা নোটিশ দেওয়া উচিত ছিল। এখন আমাদের বাহিরে গিয়ে খেতে হচ্ছে। আমরা আশা করছি হল প্রশাসন দ্রুত এর ব্যবস্থা নিবে।
এ বিষয়ে জাতির বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের প্রভোস্ট আমির শরীফ বলেন, আবাসিক হলের ডাইনিং এ পরিচালনায় শিক্ষার্থীরা ছিল। তারাই বন্ধ করেছে। আমরা এই সমস্যাগুলো সমাধানের সর্বোচ্চ চেষ্টা করছি।