রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) বাংলাদেশের স্বাধীনতা-সার্বভৌমত্বের প্রশ্নে হিন্দু-মুসলিম, বৌদ্ধ-খৃষ্টান, আদিবাসী এবং বিদেশি (বিশ্ববিদ্যালয়ে অবস্থানরত বিদেশি শিক্ষার্থী) সকল ধর্ম-বর্ণের মানুষের সম্মিলিত ঐক্যে শপথ পাঠ করান উপাচার্য প্রফেসর ড. সালেহ হাসান নকীব।
শুক্রবার (৬ ডিসেম্বর) বিকেল ৫টায় বিশ্ববিদ্যালয়ের বুদ্ধিজীবী চত্বরে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উপাচার্য প্রফেসর ড. সালেহ হাসান নকীব তিনি বলেন,এই দেশের মানুষ আন্তধর্ম সম্প্রীতি সম্পন্ন,তাদের এই মাটিতে, এই দেশের আলো-বাতাসে বেড়ে ওঠার কারণেই তাদের ভিতরে যে আবেগ এবং অনূভুতির সৃষ্টি হয়েছে তার কারণে অন্তর্গত যে অসাম্প্রদায়িক আচরণ এটা থেকে বের হয়ে যাবে না।
আপনারা আপনাদের মতো খোঁচাচ্ছেন, আপনারা অচিরেই দেখবেন যে এই খোঁচাখুচিতে খুব একটা কাজ হচ্ছে না, কাজ হয়নি এবং আমার খুব দৃঢ় বিশ্বাস যে কোন কাজ হবেও না। আপনারা আসলে আপনাদের শক্তি ক্ষয় করছেন। আমরা বাংলাদেশি, বাংলাদেশের মানুষ, সকল ধর্মের মানুষ। আপনারা আপনাদের মতো ফাঁদ পাততে থাকুক,নিজেদের ছোট করতে থাকুন,আমারা আমাদের জায়গা থেকে সরবো না ইনশাআল্লাহ।
এ অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়টির বিভিন্ন বিভাগের প্রায় অর্ধশতাধিক শিক্ষক-শিক্ষার্থী উপস্থিত ছিলেন।