ইউএপিতে শুরু ফার্মাসিউটিক্যাল এবং স্বাস্থ্যবিজ্ঞান বিষয়ক আন্তর্জাতিক সম্মেলন

, ক্যাম্পাস

স্টাফ করেস্পন্ডেন্ট, বার্তা ২৪.কম | 2024-12-06 20:45:26

রাজধানীর ইউনিভার্সিটি অফ এশিয়া প্যাসিফিকে (ইউএপি) “অ্যাডভান্সমেন্টস ইন ফার্মাসিউটিক্যাল অ্যান্ড হেল্থ সায়েন্স ফর সাসটেইনেবল ডেভেলপমেন্ট” শীর্ষক ফার্মাসিউটিক্যাল এবং স্বাস্থ্যবিজ্ঞান বিষয়ক আন্তর্জাতিক সম্মেলন-আইসিপিএইচএস ২০২৪।

শুক্রবার (৬ ডিসেম্বর) শুরু হওয়া এই সম্মেলনে ইউএপি‘র ফার্মেসি বিভাগের পাশাপাশি আয়োজক হিসেবে ছিল ইন্দোনেশিয়ার ইউনিভার্সিটি সুমাতেরা উতারা এবং মালয়েশিয়ার ইউনিভার্সিটি কেবাংসান মালয়েশিয়া।

এছাড়া জাপান, যুক্তরাষ্ট্র, চীন, যুক্তরাজ্য, মালয়েশিয়া, পাকিস্তান, নেপাল, ইন্দোনেশিয়া,ফিলিপাইন এবং বাংলাদেশসহ মোট ১০টি দেশের বিশিষ্ট বক্তারা সম্মেলনে অংশগ্রহণ করেন।

ফার্মাসিউটিক্যাল, চিকিৎসা এবং স্বাস্থ্যবিজ্ঞান খাতের প্রখ্যাত শিক্ষাবিদ, গবেষক ও শিক্ষার্থীদের মধ্যে জ্ঞান বিনিময়ের একটি অনন্য মঞ্চ হয়ে উঠে এ সম্মেলন।

দু’দিনব্যাপী অনুষ্ঠিতব্য সম্মেলনের উদ্বোধন করেন আইসিপিএইচএস-২০২৪’এর চেয়ারম্যান এবং ইউএপি’র স্কুল অব মেডিসিন এর ডিন, অধ্যাপক ড. মহিউদ্দিন আহমেদ ভূঁইয়া।

উদ্বোধনী বক্তৃতায় তিনি বলেন, আমরা আগামী দুই দিনে দশটি দেশের বিশেষজ্ঞদের সঙ্গে ফলপ্রসু আলোচনা এবং জ্ঞান-বিজ্ঞান এবং বিভিন্ন আইডিয়ার আদান-প্রদান করার জন্য অধীর আগ্রহ নিয়ে অপেক্ষা করছি, যারা এই সম্মেলনের বৈশ্বিক গুরুত্বকে তুলে ধরবেন। 

ইউএপি’র বোর্ড অব ট্রাস্টিজ-এর চেয়ারম্যান স্থপতি মাহবুবা হক তার বক্তব্যে বৈশ্বিক সহযোগিতার তাৎপর্য তুলে ধরেন। 

প্রধান অতিথি, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মোঃ সাইদুর রহমান তার বক্তব্যে ফার্মাসিউটিক্যাল এবং স্বাস্থ্যসেবায় স্থায়ী উন্নয়ন অর্জনের গুরুত্ব তুলে ধরে বলেন, "আমরা এখানে সাস্থ্যসেবা বিষয়ক সর্বাধুনিক ধারনা ও উদ্ভাবনের আদান-প্রদান করতে সমবেত হয়েছি। আমি ছাত্রদের শক্তির কথা স্মরণ করি যারা এই নতুন যুগে অর্থপূর্ণ পরিবর্তন আনতে সক্ষম।

ইউএপি-এর উপাচার্য অধ্যাপক ড. কামরুল আহসান স্বাস্থ্যসেবার উন্নয়নে আন্তর্জাতিক অংশীদারিত্বের গুরুত্ব তুলে ধরেন এবং এই সম্মেলন সফলভাবে আয়োজনে সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।

সম্মেলনে উল্লেখযোগ্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন ফার্মেসি কাউন্সিলের সদস্য মো. নাসের শাহরিয়ার জাহেদী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি অনুষদের ডিন অধ্যাপক ড. মো. সেলিম রেজা, বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের চেয়ারম্যান ড. সামিনা আহমেদ এবং ফার্মেসি কাউন্সিল অফ বাংলাদেশের সচিব মুহাম্মদ মাহবুবুল হক ।

সম্মেলনে সেসনে অংশগ্রহনকারী বক্তা, আমন্ত্রিত বক্তা, পোস্টার উপস্থাপক এবং মৌখিক উপস্থাপকগণ বিভিন্ন গবেষণাপত্র উপস্থাপন ও আকর্ষণীয় প্লেনারি সেশনে অংশগ্রহণ করেন। নয়টি গুরুত্বপূর্ণ সিম্পোজিয়ামে ফার্মাসিউটিকস, ফার্মেসি শিক্ষা, বায়োটেকনোলজি, সংক্রামক রোগ, ক্যান্সার গবেষণা, মহামারি এবং অন্যান্য স্বাস্থ্য বিষয়ক গবেষণা নিয়ে আলোচনা হয়।

সম্মেলনটি শনিবার (৭ ডিসেম্বর) অব্যাহত থাকবে এবং ঢাকার ইন্টারকন্টিনেন্টাল হোটেলে পুরস্কার বিতরণী এবং গালা ডিনারের মধ্য দিয়ে শেষ হবে।

এ সম্পর্কিত আরও খবর