রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) বিতার্কিকদের সংগঠন বেগম রোকেয়া ইউনিভার্সিটি ডিবেট ফোরাম (বিআরইউডিএফ) নবীন ২২৮ জন সদস্যকে বরণ করে নিয়েছে।
শনিবার (৭ ডিসেম্বর) দুপুর ২ টায় গণিত বিভাগের গ্যালারি রুমে তাদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।
এসময় নবীন বিতার্কিকদের জন্য বিতর্কের হাতেখড়ি কর্মশালার ও শো বিতর্কের আয়োজন করা হয়। এরপর সংগঠনটির মডারেটর বাংলা বিভাগের প্রভাষক খাইরুল ইসলাম পলাশ নবীন বিতার্কিকদের অভিনন্দন জানিয়ে বলেন, বিতর্ক মানুষের চিন্তা শক্তি বৃদ্ধি করে। দেশ ও সমাজকে নতুন করে ভাবতে শেখায়। নিজের দক্ষতা চর্চার সবচেয়ে শক্তিশালী মাধ্যম হচ্ছে বিতর্ক। তোমরা বিতর্কের যাত্রা শুরু করলে, বিতর্ক দেখলে, একদিন তোমাদেরকেও এখানে আসতে হবে। সকলকে যুক্তির যাত্রায় স্বাগতম।
সংগঠনটির সভাপতি ও কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী রিশাদ নূর বলেন, আমরা এবার মৌখিক ভাইভার মাধ্যমে অল্প কিছু নবীন বিতার্কিককে নিয়ে যাত্রা করব ভেবেছিলাম। সব মিলিয়ে ১০০ জনকে নিয়ে কাজ করতে হবে ধারণা ছিল। তবে সকলকে অবাক করে দিয়ে আমাদের ২২৮ জনের নামের তালিকা প্রকাশ করতে হচ্ছে। এর কৃতিত্ব যেমন নবীনদের, ঠিক তেমনি আমার ক্লাবের জুনিয়রদের। টানা ৫ দিন ওরা অমানবিক পরিশ্রম করে অনুষ্ঠানটি সফল করেছে। এত নতুন মুখ! দায়িত্ব টা আরও অনেকখানি বেড়ে গেল। বিআইউডিএফ বরাবরই বিতার্কিক তৈরী করতে এক্সপার্ট । দেখা যাক সামনে কি হয় এবার। নবীন দের আগ্রহ সাহস দিচ্ছে আমাদের।
এর আগে ৩,৪,৫ তারিখ টানা ৩ দিন সরাসরি ও ৬ষ্ঠ দিন অনলাইনে ভাইভা গ্রহণের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের ১৫ ও ১৬ তম ব্যাচের শিক্ষার্থীদের বাছাই প্রক্রিয়া সম্পন্ন হয়।