পরিবেশবাদী যুব সংগঠন গ্রীন ভয়েস তেজগাঁও কলেজ শাখার সদস্য সংগ্রহ কার্যক্রম শুরু হয়েছে। এসময় নবীন সদস্যদেরকে একটি করে বিভিন্ন গাছের চারা সংগঠনের পক্ষ থেকে উপহার দেওয়া হয়।
রোববার (৮ ডিসেম্বর) সকাল ১০ টায় কলেজ প্রাঙ্গণে এই কার্যক্রমের উদ্বোধন করেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ শামীমা ইয়াসমিন। এসময় তিনি পরিবেশবান্ধব সবুজ ক্যাম্পাস গড়ে তুলতে সকলের প্রতি আহ্বান জানান।
সদস্য সংগ্রহ কার্যক্রমে গ্রীন ভয়েসের কেন্দ্রীয় সমন্বয়ক আলমগীর কবির বলেন, গ্রীন ভয়েস পরিবেশ রক্ষায় কাজ করে থাকে। দেশের বিভিন্ন পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়, সরকারি-বেসরকারি কলেজ, জেলা ও উপজেলা পর্যায়ের সদস্যরা সবুজায়নের লক্ষ্যে কাজ করে যাচ্ছে। মানুষ যাতে পরিবেশের ক্ষতি না করে, সেজন্য এই পরিবেশবাদী যুব সংগঠন জনসচেতনতা বৃদ্ধি করে। পরিবেশ রক্ষার প্রত্যয় নিয়ে এগিয়ে যাবে গ্রীন ভয়েস।
গ্রীন ভয়েসের কেন্দ্রীয় সহ-সমন্বয়ক শাকিল কবির, আরিফুল ইসলাম এবং তেজগাঁও কলেজের প্রায় ২৮ বিভাগের শিক্ষক গ্রীন ভয়েসের এই পদযাত্রাকে সাধুবাদ জানিয়ে পরিবেশের ভারসাম্য রক্ষায় কাজ করে যেতে বলেন এবং গ্রীন ভয়েস তেজগাঁও কলেজ শাখার সদস্যদের পাশে থাকার আশ্বাস দেন।