জাবির ভর্তি পরীক্ষায় নাতি-নাতনি কোটা বন্ধের সিদ্ধান্ত, থাকছে উপাচার্য কোটা

, ক্যাম্পাস

জাবি করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2024-12-12 20:59:27

২০২৪-২৫ সেশনের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ভর্তি পরীক্ষার টেকনিক্যাল কমিটির সভায় মুক্তিযোদ্ধার নাতি-নাতনি কোটায় ভর্তি বন্ধের সিদ্ধান্ত নেয়া হয়েছে৷ পাশাপাশি উপাচার্য কোটার ২০টি আসনে মুক্তিযোদ্ধার সন্তান ও নাতি-নাতনিদের ভর্তির সুযোগ বাতিলের সিদ্ধান্তও নেয়া হয়েছে।

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) কেন্দ্রীয় ভর্তি পরীক্ষা কমিটির সচিব ও ডেপুটি রেজিস্ট্রার আলী রেজা বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি আরও বলেন, আজ ভর্তি পরীক্ষার টেকনিক্যাল কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় রাষ্ট্রীয় নির্দেশনা অনুসারে ২০২৪-২০২৫ সেশনের ভর্তির ক্ষেত্রে মুক্তিযোদ্ধার নাতি-নাতনি কোটা বাতিলের সিদ্ধান্ত নেয়া হয়েছে। একই সঙ্গে উপাচার্যের প্রস্তাব অনুযায়ী উপাচার্য কোটায় (মুক্তিযোদ্ধার সন্তান ও নাতি-নাতনি কোটায়) ২০টি আসন বাতিলের সিদ্ধান্ত নেয়া হয়।

কেন্দ্রীয় ভর্তি পরীক্ষা কমিটির সচিব আলী রেজা বলেন, উপাচার্য কোটায় মুক্তিযোদ্ধার সন্তান ও নাতি-নাতনি ভর্তির সুযোগ বাতিল হওয়ার সিদ্ধান্তকে ‘উপাচার্য কোটা’ বাতিল করা হয়েছে বলে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। যেটি সঠিক নয়।

তিনি আরও বলেন, উপাচার্য কোটায় ২০ জন ভর্তির সুযোগ পান। এতদিন ধরে এই ২০ আসনে মুক্তিযোদ্ধার সন্তান ও নাতি-নাতনিরা ভর্তির সুযোগ পেতেন। এখন থেকে তারা এই আসনগুলোতে ভর্তির সুযোগ পাবেন না। তবে এই আসনগুলো বাতিল হবে কিনা কিংবা এটি অন্য কোনো নামে থাকবে কিনা- সেবিষয়ে এখনও সিদ্ধান্ত হয়নি। আগামী মিটিংয়ে এটি নিয়ে আলোচনা হতে পারে।

প্রসঙ্গত, দীর্ঘদিন ধরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভর্তিতে উপাচার্য কোটা বাতিল, পোষ্য কোটার যৌক্তিক সংস্কার, মুক্তিযোদ্ধা কোটা বাতিলসহ বেশ কয়েকটি দাবিতে আন্দোলন করে আসছিলেন শিক্ষার্থীরা।

সর্বশেষ গত রবিবার (০৮ ডিসেম্বর) ‘গণ-অভ্যুত্থান রক্ষা আন্দোলন’ ব্যানারে বিশ্ববিদ্যালয়ের নতুন প্রশাসনিক ভবনের সামনে মানববন্ধন করে একদল শিক্ষার্থী৷

এ সম্পর্কিত আরও খবর