জাবিতে দর্শনার্থীকে ‘প্রাণনাশের’ হুমকি

বিবিধ, ক্যাম্পাস

জাবি করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-31 11:17:44

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) প্রধান নিরাপত্তা কর্মকর্তা সুদীপ্ত শাহীনের বিরুদ্ধে এক নারী সংবাদকর্মী ও তার স্বামীকে ‘লাঞ্ছিত ও প্রাণনাশের’ হুমকি প্রদানের অভিযোগ উঠেছে। এই মর্মে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার রহিমা কানিজ বরাবর একটি লিখিত অভিযোগ পত্র দিয়েছে উক্ত সংবাদকর্মী।

সোমবার (১৮ জানুয়ারি) দুপুরে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রারের কাছে এ বিষয়ে লিখিত অভিযোগ করেন বাংলাভিশনের সংবাদকর্মী ও ভুক্তভোগী রাফিয়া জাহান সাবরিন।

অভিযোগপত্রে তিনি উল্লেখ করেন, 'গত শুক্রবার সন্ধ্যায় আমি ও আমার স্বামী কানাডিয়ান নাগরিক মোহাম্মদ নুসরাত খান বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ঘুরতে আসি। আমরা বিশ্ববিদ্যালয়ের জয় বাংলা ফটকের পাশে একটি দোকানের সামনে দাঁড়িয়ে আচার খাচ্ছিলাম। এ সময় নিরাপত্তা কর্মকর্তা সুদীপ্ত শাহীন ও বিশ্ববিদ্যালয়ের দুইজন প্রাক্তন শিক্ষার্থীসহ সেখানে আসেন। পরবর্তীতে তারা আমাকে উদ্দেশ্য করে অশ্লীল মন্তব্য করতে থাকেন। এ সময় আমার স্বামী তাদের পরিচয় জানতে চাইলে সুদীপ্ত শাহীন নিজেকে পাটকলের শ্রমিক বলে দাবি করেন।'

তিনি আরও উল্লেখ করেন, 'সুদীপ্ত শাহীন আমাদের পরিচয় জানতে চাইলে আমি নিজেকে সংবাদকর্মী এবং ‘নিরাপত্তার স্বার্থে’ বাংলাদেশ সেনাবাহিনীর একজন ঊর্ধ্বতন কর্মকর্তার পরিচয় দেই। এতে ক্ষিপ্ত হয়ে সুদীপ্ত শাহীন আমাদেরকে গালিগালাজ করতে শুরু করেন। এক সময় বাগবিতণ্ডা শুরু হয়। পরে আমাদেরকে এক মিনিটের মধ্যে ক্যাম্পাস ছাড়ার নির্দেশ দেন সুদীপ্ত শাহীন। অন্যথায় প্রাণনাশ করবেন বলে হুমকি দেন তিনি।'

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার রহিমা কানিজ বার্তা২৪.কমকে বলেন, 'অভিযোগ পত্র পেয়েছি, আগেও উনার নামে একটা অভিযোগে তদন্ত কমিটি গঠন হয়েছিলো যার কাজ চলমান। এই অবস্থায় যেহেতু নতুন করে আরেকটা অভিযোগ পেলাম। অভিযোগ আমলে নিয়ে ব্যবস্থা নিবো।'

এ সম্পর্কিত আরও খবর