ডাকসু নির্বাচনে ছাত্রদ‌লকে অযোগ্য ঘোষণার দা‌বি

বিবিধ, ক্যাম্পাস

ঢাবি করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-27 05:25:12

আসন্ন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে জাতীয়তাবাদী ছাত্রদ‌লকে নির্বাচ‌নের অযোগ্য দাবি জানিয়েছে মু‌ক্তি‌যোদ্ধা সন্তান ও প্রজন্ম পরিষদ।

নির্বাচনে ছাত্রদলকে অযোগ্য ঘোষণাসহ চার দফা দা‌বি‌তে ঢাকা বিশ্ব‌বিদ্যালয় উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জাম‌ানকে স্মারকলিপি দি‌য়ে‌ছে সংগঠনটি।

মঙ্গলবার (১৯ ফেব্রুয়ারি) বেলা সা‌ড়ে ১১টায় ভি‌সি লাউঞ্জে গি‌য়ে তারা এই স্মারকলিপি দেন। স্মারকলিপি প‌ড়েন শোনান প‌রিষ‌দের সাধারণ সম্পাদক আল মামুন।

চার দফা দাবিগুলো হলো, ছাত্র শি‌বির‌কে নি‌য়ে মধুর ক্যান্টিনে প্রবেশের কারণে ছাত্রদল‌কে নির্বাচনে অযোগ্য ঘোষণা করা। ডাকসু নির্বাচনে প্র‌তি‌টি হল সংস‌দে স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক পদ সং‌যোজন করা।

কোটা সংস্কারের ফেসবুক গ্রু‌পের পে‌জে বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ, ঢাবি উপাচার্যকে কটূক্তি ও অবমাননা করার অপরা‌ধে অ্যাড‌মিন মডা‌রেটর‌দের ভ‌র্তি বা‌তিল ক‌রে দ্রুত আইনের আওতায় এনে বিচার করা। এছাড়া উপাচার্যের বাসভব‌নে হামলাকারী‌ ও উসকানিদাতা‌দের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন তারা।

স্মারকলিপি প্রদান শেষে সংগঠনের নেতৃবৃন্দ জানান, উপাচার্য স্মারকলিপি গ্রহণ ক‌রে বিষয়টি দেখবেন বলে আশ্বাস দিয়েছেন।

এ সম্পর্কিত আরও খবর