রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নতুন ভিসি ড. আতিয়ার

, ক্যাম্পাস

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, রাঙামাটি | 2025-01-09 17:01:51

অবশেষে রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রাবিপ্রবি) নতুন ভিসি হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ড. মো. আতিয়ার রহমান।

বৃহস্পতিবার (৯ জানুয়ারী) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা কর্তৃক জারিকৃত প্রজ্ঞাপনের মাধ্যমে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আইন, ২০০১ এর ১০(১) ধারা অনুসারে মো: আতিয়ার রহমান, পিএইচডি, ডিন, ফ্যাকাল্টি অব বায়োলজিক্যাল সায়েন্স এবং প্রফেসর ডিপার্টমেন্ট অব বায়োকেমিস্ট্রি এন্ড মলিকুলার বায়োলজি, চট্টগ্রাম বিশ^বিদ্যালয়কে উক্ত রাবিপ্রবি’র ভাইস-চ্যান্সেলর পদে তার যোগদানের তারিখ থেকে পরবর্তী চার বছরের জন্য নিয়োগ করা হলো।

ভিসি হিসেবে নিয়োগ পাওয়ার বিষয়টি বার্তা২৪.কমকে নিশ্চিত করেছেন তিনি।

এ সম্পর্কিত আরও খবর