ডাকসুর দাবিতে বিক্ষোভ মিছিল

  • ঢাবি করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

অবিলম্বে ডাকসুর রোডম্যাপ চেয়ে মিছিল করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সেই সাথে নিয়মিত কর্মসূচির ঘোষণা দিয়েছেন তারা।

বুধবার (৮ ডিসেম্বর) রাত সাড়ে নয়টার দিকে হল পাড়া থেকে শুরু হয়ে ভিসির বাসভবনের সামনে অবস্থান করে সাধারণ শিক্ষার্থীরা।

বিজ্ঞাপন

বৈষম্যবিরোধী কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মাহিন সরকার বলেন, আজকে অত্যন্ত দুঃখজনক ব্যাপার হচ্ছে আমাদের ডাকসুর জন্য আন্দোলন করতে হচ্ছে। এটা প্রশাসনের জন্য দুঃখজনক। বর্তমান যে প্রশাসন আছে আমি মনে করি আগের তুলনায় স্বাধীন ভাবে কাজ করতে পারছে। এতো দিন হয়ে গেল , এখনো ডাকসুর জন্য আমাদের আন্দোলন করতে হচ্ছে ‌।

প্রশাসনকে প্রশ্ন করে তিনি বলেন, আপনারা সংস্কার কি শিক্ষার্থী ছাড়া করতে চান ? শিক্ষকদের নির্বাচন আছে , কর্মচারীদের নির্বাচন আছে , শিক্ষার্থী নির্বাচন কোথায়?

বিজ্ঞাপন

তিনি আরও জানান, এখন থেকে প্রতিদিন টানা কর্মসূচি পালিত হবে যতদিন না পর্যন্ত আমরা ডাকসুর রোডম্যাপ পাই ।

রেদৌয়ান ইসলাম রানা বলেন‌, আমরা কোন গনরুম চাই না , গেস্ট রুম চাই না। আমরা অনতিবিলম্বে ডাকসু চাই ।

তাহমীদ আল মুদ্দাসির বলেন, আমরা একটা দীর্ঘ সময় ডাকসুর জন্য সংগ্রাম করেছি। আমাদের প্রাণের দাবি ডাকসু। দীর্ঘ ৫ মাস পার হয়ে যাওয়ার পরও প্রশাসন কি কি সঃস্কার করেছে সেটি দেখাতে পারে নি‌। এটা তাদের জন্য ব্যর্থতা।

তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয়ের প্রশাসন কে বলবো অতি দ্রুত ডাকসু রোডম্যাপ দেন । আর আল্টিমেটাম দিবো না । এখন থেকে কর্মসূচি করবো।