ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) এক শিক্ষার্থীকে মারধর ও হেনস্তার জেরে কুষ্টিয়া-খুলনা মহাসড়কে চলমান ৫টি বাস আটক করেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
বুধবার (১৫ জানুয়ারি) বিকেল ৩টা থেকে বাস আটকাতে শুরু করেন শিক্ষার্থীরা। আটককৃত বাসগুলো বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে রাখা হয়। বাস মালিক কর্তৃপক্ষের কেউ না আসায় বাসগুলো আটকে রাখেন শিক্ষার্থীরা।
মারধরের শিকার ওই শিক্ষার্থীর নাম আসিফ মাহমুদ। তিনি বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।
মারধরের শিকার আসিফ জানান, তার স্ত্রীর জাতীয় বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা ছিলো। তাকে নিয়ে যাওয়ার সময় অতিরিক্ত স্পীডে বাস চালাচ্ছিলো। তখন আমি তাকে বলার পর সে আমার সাথে উল্টো তর্কে জড়ায় এবং গায়ে হাত তোলে। পরে এক পর্যায়ে কালীগঞ্জ নামক স্থানে আমাকে নামিয়ে একসাথে অনেকে এসে আমাকে মারধর করে। আমি এই মারধরের বিচার চাই। এছাড়া কুষ্টিয়া-খুলনা মহাসড়কে গড়াই বাসের যে স্পীডের আধিপত্য এবং তাদের সে বাস মালিকের সিন্ডিকেট এটা দ্রুত নিরসন করতে হবে।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামান বলেন, শিক্ষার্থীদের বিভিন্ন দাবি দাওয়া নিয়ে ইতোপূর্বে আমরা কুষ্টিয়া এবং ঝিনাইদহ উভয় জেলার মালিক ও শ্রমিক সমিতির সাথে বসেছিলাম৷ শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে দুজনের মোবাইল নাম্বার ও দেওয়া হয়েছিল। আমার সাথে দুই জেলার ই মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়নের সাথে কথা হয়েছে, তারা তাদের জায়গা থেকে ব্যবস্থা নিচ্ছে এবং সবপক্ষের সাথে বসে বিষয়টি সমাধান করতে তারা এখানে আসবে বলে জানিয়েছে।