ডাকসু নির্বাচনে অংশ নিতে প্রস্তুত ছাত্রদল

বিবিধ, ক্যাম্পাস

ঢাবি করেসপনডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-29 13:51:59

সাত দফা দাবি পূরণ না হলেও আসন্ন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে অংশ নিতে প্রস্তুত বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল। তবে এক্ষেত্রে দাবি আদায় করে নির্বাচনে অংশ নেওয়াই মূল লক্ষ্য বলে জানিয়েছে তারা।

শনিবার (২৩ ফেব্রুয়ারি) দুপুর দেড়টার দিকে ১৫ থেকে ২০ জন নেতাকর্মী নিয়ে ঢাবির মধুর ক্যান্টিনে আসেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি আল মেহেদী তালুকদার ও সাধারণ সম্পাদক আবুল বাশার সিদ্দিকী।

এ সময় ডাকসু নির্বাচনে অংশ নেওয়া ও প্রস্তুতির বিষয়ে ছাত্রদলের ভাবনা সাংবাদিকদের জানান মেহেদী তালুকদার। তিনি বলেন, ‘আমরা প্রশাসনকে বারবার বলেছি, তড়িঘড়ি করে নির্বাচন হলে সেটা ফলপ্রসূ হবে না। আমাদের দাবির মধ্যেও আছে যৌক্তিক সময় পর্যন্ত নির্বাচন পেছানোর। বিশ্ববিদ্যালয় প্রশাসন যদি আমাদের দাবি না মানে সেক্ষেত্রেও আমরা যাতে নির্বাচনে অংশগ্রহণ করতে পারি সেই প্রস্তুতিও আমাদের আছে। কিন্তু আমাদের মূল লক্ষ্য, দাবি আদায় করেই আমরা নির্বাচনে যাব।'

ডাকসুর সংশোধিত গঠনতন্ত্র অনুযায়ী, প্রার্থী হওয়ার ক্ষেত্রে ৩০ বছর বয়সসীমা বেঁধে দিলেও নিজেদের দলীয় মনোনয়নপত্র বিক্রির ক্ষেত্রে তা মানছে না ছাত্রদল, এমন অভিযোগের বিষয়ে জানতে চাইলে মেহেদী বলেন, ‘আমরা আমাদের দাবিতে বলেছি, বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যুক্ত যেকোনো শিক্ষার্থীই যেন নির্বাচনে যেতে পারে। এখানে বয়স কোন ফ্যাক্টর হতে পারে না। আমাদের দাবির অগ্রগতি হবে ধরে নিয়েই আমরা ফর্ম বিতরণ করছি। ৩০ বছরের বেশি কেউ যদি ফর্ম নিতে চায়, তাহলে পারবে। আমরা তো এই বাধা মানি না।'

ছাত্রদলের প্যানেল ঘোষণার বিষেয় তিনি বলেন, ‘আমরা প্রক্রিয়া শুরু করে দিয়েছি। ছাত্রদল একটি সুসংগঠিত সংগঠন। যেকোনো সময় যেকোনো পরিস্থিতি মোকাবেলা করার মতো দলটির সামর্থ্য আছে।'

মনোনয়নের ক্ষেত্রে কাদের গুরুত্ব দেওয়া হবে জানতে চাইলে মেহেদী বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের কমিটিতে পাঁচ শতাধিক নেতাকর্মী আছে। এর মধ্যে ৪৭০ জন হলো ৩০ (বয়স) এর ভেতরে এবং রানিং (নিয়মিত শিক্ষার্থী)। কাজেই আমাদের তো আসলে কর্মীর অভাব নাই।'

এ সম্পর্কিত আরও খবর