বেরোবিতে ‘র‌্যাগিং’ চলবে না

বিবিধ, ক্যাম্পাস

স্টাফ করেসপন্ডেন্ট, রংপুর, বার্তা২৪.কম | 2023-08-20 03:36:18

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) র‌্যাগিংয়ের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নেওয়ার আশ্বাস দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আবু কালাম মো. ফরিদ-উল-ইসলাম।

তিনি বলেছেন, ‘র‌্যাগিংয়ের ঘটনা ঘটলে অভিযুক্তের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এই সামাজিক অপরাধ বন্ধে কাউকে ছাড় দেওয়া হবে না।’

বুধবার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

প্রক্টর বলেন, ‘বেরোবি ক্যাম্পাসে র‌্যাগিং চলবে না। র‌্যাগিং অমানবিক নির্যাতন। সামাজিক অপরাধ। আধুনিকতার নামে কাউকে র‌্যাগিং করে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শিক্ষার পরিবেশ বিঘ্নিত করতে দেওয়া হবে না। র‌্যাগিংয়ের শিকার সাধারণ শিক্ষার্থীদের মানসিক সমস্যার সৃষ্টি হয়।’

এ ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য শিক্ষার্থীদের তিনি আহ্বান জানিয়েছেন।

তিনি আরও বলেন, ‘কেউ র‌্যাগিং করলে বা এ ধরনের অন্যায় কাজে উদ্বুদ্ধ করলে অভিযুক্ত শিক্ষার্থীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে প্রশাসন। র‌্যাগিংয়ে জড়িতদের পরিচয় তারা অপরাধী। তাদের কঠিন শাস্তি হবে।’

প্রক্টর আবু কালাম বলেন, ‘র‌্যাগিংয়ের বিরুদ্ধে শিক্ষার্থীদের অবগতির জন্য গত ২৯ জানুয়ারি আমরা প্রত্যেক বিভাগে নোটিশ দিয়েছি। কোথাও কোনো প্রকার র‌্যাগিং করা যাবে না। তার পরও যদি কোনো শিক্ষার্থী র‌্যাগিংয়ের শিকার হয়, তাহলে সে নির্ভয়ে বিচার চাইতে পারবে।’

উল্লেখ্য, আগামী ৩ মার্চ থেকে ‍বিশ্ববিদ্যালয়ের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের প্রথম বর্ষের শিক্ষার্থীদের ক্লাস শুরু হবে। এ উপলক্ষে র‌্যাগিংয়ের বিরুদ্ধে আগাম সতর্ক বার্তা দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

এ সম্পর্কিত আরও খবর