জাবির নওয়াব ফয়জুন্নেসা হলের পুনর্মিলনী শুক্রবার

বিবিধ, ক্যাম্পাস

জাবি করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-31 01:36:40

‘স্মৃতির বর্তমানে, হৃদয়ের টানে’ স্লোগানকে সামনে রেখে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) নওয়াব ফয়জুন্নেসা নারী হলের প্রথম পুনর্মিলনী অনুষ্ঠিত হবে শুক্রবার।

বৃহস্পতিবার (২৮ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ৩টায় বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

লিখিত বক্তব্য সম্মেলনে পুনর্মিলনীর আহ্বায়ক ও বিশ্ববিদ্যালয়ের সপ্তম ব্যাচের শিক্ষার্থী শামীমা সুলতানা ঝর্ণা জানান, অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলাম। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক নূরল আলম, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক আমির হোসেন, কোষাধ্যক্ষ শেখ মো. মনজুরুল হক এবং নওয়াব ফয়জুন্নেসা হলের প্রাধ্যক্ষ অধ্যাপক নাহিদ হক।

তিনি আরও জানান, পুনর্মিলনী অনুষ্ঠান সূচিতে থাকছে উদ্বোধন, র‌্যালি, ক্যাম্পাস ভ্রমণ, স্মৃতিচারণ। এছাড়া সন্ধ্যা ৭টায় থাকছে ব্যান্ড সংগীত চিরকুটের গানের অনুষ্ঠান।

উল্লেখ্য, অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের প্রথম নারী উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলাম এবং নওয়াব ফয়জুন্নেসা হলের প্রথম প্রাধ্যক্ষ অধ্যাপক ফরিদা আখতারকে বিশেষ সম্মাননা প্রদান করা হবে।

এ সম্পর্কিত আরও খবর