ডাকসু: হল থেকে বিতাড়িত ছাত্রদলের প্রার্থীরা

বিবিধ, ক্যাম্পাস

ঢাবি করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-27 07:22:11

আসন্ন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে জাতীয়তাবাদী ছাত্রদলের প্যানেল থেকে অমর একুশে হলের সহ-সভাপতি (ভিপি) ও সাধারণ সম্পাদক (জিএস) পদপ্রার্থীসহ চার জনকে হল থেকে বের করে দেওয়ার অভিযোগ উঠেছে হল শাখা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি কামরুজ্জামান শুভর বিরুদ্ধে।

বৃহস্পতিবার (২৮ ফেব্রুয়ারি) উক্ত হলের ক্যান্টিনে এই ঘটনা ঘটে। আগামীকাল শুক্রবার এ বিষয়ে প্রশাসনের কাছে আনুষ্ঠানিক অভিযোগপত্র জমা দেবে বলে জানিয়েছে ছাত্রদল। 

ভুক্তভোগীরা জানান, অমর একুশে হল সংসদে ছাত্রদলের ভিপি প্রার্থী মোসাদ্দেক রহমান সৌরভ, জিএস প্রাথী মো.জসিম খান, এজিএস প্রার্থী সাব্বির হোসেন ও হল শাখা ছাত্রদলের সদস্য সচিব মনজুরুল ইসলাম সাধারণ শিক্ষার্থীদের সাথে কুশল বিনিময় ও হল প্রাধ্যক্ষের সাথে দেখা করতে যান।

তবে প্রাধ্যক্ষ্যের দেখা না পেয়ে তারা হলের ক্যান্টিনে দুপুরের খাবার খেতে যান। এর এক পর্যায়ে কামরুজ্জামান শুভ সেখানে গিয়ে তাদের ধাক্কাধাক্কি করে হল থেকে বের করে দেন।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে কামরুজ্জামান শুভ বার্তা২৪.কমকে বলেন, 'এই হলে ছাত্রদলের কে ভিপি-জিএস তা জানি না। তাদের কাউকে চিনিও না। আজকে দুপুরের দিকে ক্যান্টিনে জুনিয়ররা কী নাকি করেছে? আমি জানি না। তবে এ রকম কোনো ঘটনা ঘটেনি।'

জানা যায়, ২০১২-১৩ সেশনের শিক্ষার্থী কামরুজ্জামান শুভর বর্তমানে ছাত্রত্ব নেই। প্রায় পাঁচ মাস আগে কর্তৃপক্ষ তাকে হল ত্যাগের নির্দেশ দিলেও এখনো পর্যন্ত তিনি হলেই অবস্থান করছেন।

এ বিষয়ে তাকে জিজ্ঞেস করা হলে তিনি তা এড়িয়ে গিয়ে ফোন কেটে দেন। পরে একাধিকবার কল দিলেও তিনি ফোন ধরেননি।

ঘটনার সত্যতা স্বীকার করে অমর একুশে হল প্রাধ্যক্ষ আনোয়ারুল ইসলাম বলেন, 'ভুক্তভোগীরা বিষয়টি হলের রিটার্নিং অফিসার ও চিফ রিটার্নিং অফিসারকে অবহিত করেছে। তারা প্রক্টরকেও এ বিষয়ে অবহিত করেছে। তবে লিখিতভাবে অভিযোগ দেয়নি। তারা যদি লিখিতভাবে অভিযোগ দেয়, তাহলে চিফ রিটার্নিং অফিসার অবশ্যই ব্যবস্থা নেবেন।'

ছাত্রত্ব না থাকা সত্ত্বেও কামরুজ্জামানের হলে অবস্থানের বিষয়ে জানতে চাইলে প্রাধ্যক্ষ বলেন, 'আমরা অছাত্রদের বিষয়ে কাজ করে আসছি। তার (কামরুজ্জামান শুভ) বিষয়টিও দেখবো।'

এদিকে, ধাক্কাধাক্কির বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি আল মেহেদী তালুদার বার্তা২৪.কমকে বলেন, ‘আমরা নির্বাচনে অংশ নিতে চাই। তবে এ ধরনের ঘটনা ঘটতে থাকলে নির্বাচনে অংশ নেওয়ার বিষয়ে আমরা আবার ভাবতে বাধ্য হবো।'

এ সম্পর্কিত আরও খবর