ঢাবি ক্যাম্পাসে ছাত্রদলের মিছিল-সমাবেশ

বিবিধ, ক্যাম্পাস

ঢাবি করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-28 12:27:08

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন সামনে রেখে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মিছিল ও সমাবেশ করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। আগামী ১১ মার্চ এ নির্বাচনের ভোটগ্রহণ হবে।

বৃহস্পতিবার (৭ মার্চ) দুপুর একটার দিকে বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিন থেকে এক মিছিল বের করে ছাত্রদল। মিছিলে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি আল মেহেদী তালুকদার ও সাধারণ সম্পাদক আবুল বাশার সিদ্দিকী, ডাকসু নির্বাচনে ছাত্রদল থেকে সহ-সভাপতি (ভিপি) প্রার্থী মোস্তাফিজুর রহমান ও সাধারণ সম্পাদক (জিএস) প্রার্থী আনিসুর রহমান খন্দকার অনিকসহ ছাত্রদলের শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

মধুর ক্যান্টিন থেকে মিছিল নিয়ে কলাভবন প্রদক্ষিণ করে রেজিস্ট্রার ভবনের সামনে দিয়ে অপরাজেয় বাংলার পাদদেশে এসে সংক্ষিপ্ত সমাবেশ করে তারা। মিছিল চলাকালে 'জিয়া', 'খালেদা', 'খালেদা জিয়ার মুক্তি চাই', 'স্বাধীনতার ঘোষক জিয়া', 'কে বলে রে জিয়া নাই, জিয়া সারা বাংলায়' ইত্যাদি স্লোগান দেন।

মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে ছাত্রদলের প্যানেলের জন্য ভোট চেয়ে বক্তব্য দেন ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাজিব আহসান ও সাধারণ সম্পাদক আকরামুল হাসান। সমাবেশ শেষে অপরাজেয় বাংলা থেকে কার্জন হলের দিকে মিছিল নিয়ে যায় ছাত্রদল।

সমাবেশে রাজিব আহসান বলেন, 'আমরা বিশ্বাস করি, সাধারণ শিক্ষার্থীরা তাদের বিবেকের জাগ্রত রায় মোস্তাফিজ-অনিক-সোহেল প্যানেলের পক্ষে দেবেন। বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীদের অধিকার নিশ্চিত করবেন। গণতন্ত্র পুনরুদ্ধারে নেতৃত্ব দেবে ডাকসু।'

আকরামুল হাসান বলেন, 'বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা যেন তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে সেজন্য ছাত্রদলের সবাইকে সতর্ক থাকতে হবে। আগামী ১১ মার্চের ডাকসু নির্বাচনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের রায়ের মাধ্যমে ছাত্রদলকে বিজয়ী করবে বলে প্রত্যাশা করি।'

ডাকসু নির্বাচনের আচরণবিধির ৪ (গ) বলা আছে, 'ডাকসু ও হল সংসদ নির্বাচনের ভোটার/প্রার্থী ব্যতীত অন্য কেউ কোনোভাবেই কোনো প্রার্থীর পক্ষে বা বিপক্ষে বিশ্ববিদ্যালয় এলাকায় প্রচারণা চালাতে পারবেন না।'

এ বিষয়ে জানতে চাইলে রাজিব আহসান বলেন, 'আমরা প্রচারণা করছি না। সব সংগঠনের প্রেসিডেন্ট-সেক্রেটারি কিন্তু ভোটার না। তাই বলে কি তারা ক্যাম্পাসে আসেন না। আমাদের ক্যাম্পাসে প্রবেশ করার অধিকার আছে। আমাদের প্যানেলের সাথে ক্যাম্পাসে এসেছি। আমরা প্রচারণায় অংশ নিচ্ছি না। আমরা তো লিফলেট বিতরণ করছি না।'

এ বিষয়ে চাইলে বিশ্ববিদ্যালয় প্রক্টর অধ্যাপক একেএম গোলাম রব্বানী বলেন, 'তাদের এ কাজটি আচরণবিধি সমর্থিত নয়। এ বিষয়ে কেউ লিখিত অভিযোগ দিলে আমরা ব্যবস্থা নেবো। আর ডাকসু নির্বাচনের আচরণবিধি মেনে চলার জন্য সবার সক্রিয় দৃষ্টি আকর্ষণ করছি।'

এ সম্পর্কিত আরও খবর