নারী দিবসে ইবিতে র‌্যালি

বিবিধ, ক্যাম্পাস

ইবি করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-23 20:17:39

আর্ন্তজাতিক নারী দিবস উপলক্ষে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের দেশরত্ন শেখ হাসিনা হলের আয়োজনে শুক্রবার (৮ মার্চ) র‌্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে দিবসটি পালন করে হলের শিক্ষার্থীরা।

‘সবাই মিলে ভাবো, নতুন কিছু করো, নারী-পুরুষ সমতার নতুন বিশ্ব গড়ো’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সকাল ১০টায় দেশরত্ন শেখ হাসিনা হলের সামনে থেকে একটি র‌্যালি বের হয়। হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. শেলীনা নাসরীনের নেতৃত্বে র‌্যালিটি বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে প্রশাসন ভবনের সামনে গিয়ে শেষ হয়। র‌্যালিতে হলের আবাসিক শিক্ষক ও বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

র‌্যালি শেষে সকাল সাড়ে ১০টার দিকে প্রশাসন ভবনের সামনে নারীর ক্ষমতায়নের উপর এক সংক্ষিপ্ত আলোচনা সভায় অনুষ্ঠিত হয়।

হলের আবাসিক শিক্ষার্থী স্বর্ণার সঞ্চালনায় আলোচনা সভায় অধ্যাপক ড. মাহবুবর রহমান বলেন, ‘নারী-পুরুষ আলাদা কোনো বিষয় নয়। যার মধ্যে মেধা ও দক্ষতা থাকবে সেই সামনে এগিয়ে আসবে। সেই নেতৃত্ব দেবে। আমাদের সেই নেতৃত্ব মেনে নেওয়ার মানসিকতা তৈরি করতে হবে। তাহলেই প্রত্যেকটি কাজে দেশ এগিয়ে যাবে।’

হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. শেলীনা নাসরীন বলেন, ‘আমরা আজ সমাবেত হয়েছি শুধুমাত্র নিজেদেরকে একত্রিত করার জন্য নয়। জাতি গঠনে আমাদের সন্তানদের উপযুক্ত হিসেবে গড়ে তুলতে যে অনূকুল পরিবেশ দরকার তা যদি আমরা সুষ্ঠুভাবে তৈরি করতে পারি, তাহলে আমরা আমাদের দক্ষতা ও সার্মথর প্রমাণ রাখতে পারব।’

এ সম্পর্কিত আরও খবর