নবীন শিক্ষার্থীদের বরণ করবে রাবি ছাত্রলীগ

বিবিধ, ক্যাম্পাস

রাবি করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-31 15:17:55

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০১৮-১৯ সেশনে ভর্তি হওয়া শিক্ষার্থীদের বরণ করতে যাচ্ছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ। সোমবার (১১ মার্চ) সকালে বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে এ নবীন বরণ অনুষ্ঠিত হবে।

রোববার (১০ মার্চ) বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ২০১৮-১৯ শিক্ষাবর্ষের নবাগত শিক্ষার্থীদের বরণ করে নিবে ছাত্রলীগ। পরে শিক্ষার্থীদের মাঝে বঙ্গবন্ধুর আত্মজীবনী ও কারাগারে রোজনামচা বিতরণ করা হবে। নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রাজশাহী সিটি করপোরেশনে মেয়র ও মহানগর আওয়ামী লীগের সভাপতি এ এইচ এম খায়রুজ্জামান লিটন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে থাকবেন রাবি উপাচার্য এম আব্দুস সোবহান, বিশেষ অতিথি হিসেবে থাকবেন উপউপাচার্য অধ্যাপক আনন্দ কুমার সাহা ও অধ্যাপক চৌধুরী মো. জাকারিয়া, ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি আনিকা ফারিহা জামান অর্ণা।

বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি গোলাম কিবরিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করবেন শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ রুনু।

এ বিষয়ে শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ রুনু বলেন, ‘বিগত বছরগুলোতেও আমরা নবীন শিক্ষার্থীদের বরণ করেছি। এরই ধারাবাহিকতায় এবারও আমরা নবীর বরণের আয়োজন করছি।’

এ সম্পর্কিত আরও খবর