কুয়েত মৈত্রী হলে ভোট স্থগিত

বিবিধ, ক্যাম্পাস

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-09-01 03:02:28

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে কুয়েত মৈত্রী হলের ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে।

সোমবার (১১ মার্চ) সকাল সাড়ে ৯টার দিকে কুয়েত মৈত্রী হলের ভোট স্থগিতের ঘোষণা দেন ডাকসু নির্বাচনের চিফ রিটার্নিং কর্মকর্তা এস এম মাহফুজুর রহমান।

জানা যায়, ডাকসু নির্বাচনের স্বতন্ত্র প্রার্থীদের কয়েকজন কুয়েত মৈত্রী হলের সংশ্লিষ্ট নির্বাচন কর্মকর্তাদের ব্যালট বাক্স খুলে দেখাতে বলেন। কিন্তু নির্বাচন কর্মকর্তারা তাতে অসম্মতি জানায়। এতে উপস্থিত শিক্ষার্থীরা অবরোধের হুমকি দেন। তারপর চাপের মুখে নির্বাচন কর্মকর্তারা বাক্স দেখালে সেগুলোতে আগে থেকেই কিছু ভোট পড়ে থাকতে দেখা যায়। এরপর বিক্ষুব্ধ শিক্ষার্থীরা হলের সামনে অবস্থান নেয়।

এ সময় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক মোঃ সামাদ, প্রক্টর অধ্যাপক একেএম গোলাম রাব্বানী ও চিফ রিটার্নিং কর্মকর্তা এস এম মাহফুজুর রহমান সেখানে গেলে তাদেরকে অবরুদ্ধ করে রাখে শিক্ষার্থীরা। পরবর্তীতে চিফ রিটার্নিং কর্মকর্তা এই হলে নির্বাচনের ভোট গ্রহণ স্থগিত ঘোষণা করেন।

এ সম্পর্কিত আরও খবর