বদরুন্নেসার ছাত্রলীগ কর্মীদের ঢাবিতে প্রবেশের চেষ্টা

বিবিধ, ক্যাম্পাস

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-07-16 02:28:05

পরিচয়পত্র ছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রবেশের চেষ্টাকালে বদরুন্নেসা সরকারি মহিলা কলেজের অর্ধ শতাধিক নারী ছাত্রলীগ কর্মীকে ঢুকতে দেয়নি পুলিশ। পরে তারা প্রবেশ গেটের মোড়ে অবস্থান নেন।

সোমবার (১১ মার্চ) সকাল ৮টায় বদরুন্নেসা ড. মুহাম্মদ শহীদুল্লাহ হলের প্রবেশমুখের গেট দিয়ে প্রবেশের চেষ্টা করলে তাদের আটকে দেয় পুলিশ।

সরেজমিনে দেখা গেছে, পরিচয়পত্র ছাড়া বিশ্ববিদ্যালয়ে প্রবেশে নিষেধাজ্ঞা থাকলেও বহিরাগত অর্ধশতাধিক ছাত্রলীগ কর্মী প্রবেশের চেষ্টা করেন। এ সময় তারা ঢাবির হলে ফুল আনতে যাওয়ার কথা বলেন। প্রথমে কয়েকজন কর্মী প্রবেশ করলেও পরে পুলিশ তাদেরকেও ফিরিয়ে আনে। পরে তারা প্রবেশমুখের সামনেই অবস্থান নেন।

এ বিষয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো: সোহেল রানা বার্তা২৪.কমকে বলেন, ‘তারা শিক্ষার্থী পরিচয় দিয়ে প্রবেশ করতে চেয়েছিলেন। কিন্তু পরিচয়পত্র না থাকায় তাদের প্রবেশ করতে দেওয়া হয়নি। পরিচয়পত্র ছাড়া কাউকেই প্রবেশ করতে দেওয়া হবে না।’

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ-ডাকসু ও হল সংসদগুলোর নির্বাচনে সকাল ৮টা থেকে বিশ্ববিদ্যালয়ের ১৮টি হলের ৫১১টি বুথে ভোটগ্রহণ শুরু হয়েছে। ভোটের দিন সকাল থেকে শিক্ষার্থী ও ভোট সংশ্লিষ্টদের পরিচয়পত্র দেখে প্রবেশ করানো হচ্ছে।

এ সম্পর্কিত আরও খবর