শোভনের নির্দেশে ভিসি চত্বর ছাড়লেন ছাত্রলীগ কর্মীরা

বিবিধ, ক্যাম্পাস

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-12-14 13:51:05

ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি রেজোয়ানুল হক চৌধুরী শোভনের নির্দেশের পাঁচ মিনিটে মধ্যই ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবনের সামনে (ভিসি চত্বর) থেকে চলে সরে গেছেন সংগঠনটির নেতাকর্মীরা। ডাকসু নির্বাচনের ফলাফল ঘোষণার পর ছাত্রলীগের একটি অংশ ফল বাতিলের দাবিতে ভিসি চত্বরে অবস্থান নেয়। 

 

 মঙ্গলবার (১২ মার্চ) বিকাল ৩টার দিকে ভিসি চত্বরে এসে কর্মীদের এই অবস্থান ত্যাগের নির্দেশ দেন রেজওয়ানুল হক চৌধুরী শোভন।

এ সময় শোভন বলেন, ‘আমি হেরে গেছি, আমার মধ্যে কি ব্যথা নাই? এমন কিছু করো না, যেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি দেশের পরিবেশ নষ্ট হয়। যা হয়েছে সেটা মেনে নিয়েছি, বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাদের অভিভাবক, তাদের সাথে বেয়াদবি করতে পারবো না।’ এ সময় কর্মীরা মানবো না বলে স্লোগান দেন।

পরে শোভন বলেন, ‘বাংলাদেশের ১৬ কোটি মানুষ, তাদের সবাইকে আমাদের দেখে রাখতে হবে; কাউকে পর করে দিলে হবে না। ছাত্রলীগের কর্মীদের মন অনেক বড়।’

তিনি বলেন, ‘আমার একটা জায়গা আছে, ছাত্রলীগের সভাপতি। আমার এই জায়গাটা তোমরা নষ্ট করো না। অনেক সময় বড় কিছুর জন্য নিজেকেও বলি দিতে হয়।‘
এই সময় 'ছাত্রলীগের বিশ্বাসঘাতকদের বিচার চাই' স্লোগান দিতে থাকেন নেতাকর্মীরা।

শোভন বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের পরিবেশ ঠিক রাখতে সবাইকে সাথে নিয়ে কাজ করতে চাই। নুরুল আমাদের সাথে থাকবে।‘

তিনি বলেন, ‘আমি নির্দেশ দিচ্ছি, পাঁচ মিনিটের মধ্যে তোমরা ভিসির বাসার সামনের জায়গাটা ছেড়ে দেবে, সবার প্রতি সম্মান রেখে এখান থেকে চলে যাবে।’

পরে বিক্ষোভরত নেতাকর্মীরা ভিসি চত্বর ছেড়ে মিছিল নিয়ে টিএসসির দিকে চলে যান। পরে সেখান থেকে বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যানটিনে অবস্থান নেন।

এ সম্পর্কিত আরও খবর