চবিতে ছাত্রজোটের মিছিলে ছাত্রলীগের হামলা, আহত ৪

বিবিধ, ক্যাম্পাস

স্টাফ করেসপন্ডেন্ট, চট্টগ্রাম, বার্তা২৪.কম | 2023-08-27 00:04:26

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে অনিয়ম ও কারচুপির অভিযোগ তুলে পুনরায় নির্বাচনের দাবিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) মিছিল করেছে প্রগতিশীল ছাত্রজোট। ছাত্র জোটের এই বিক্ষোভ মিছিলে হামলা চালিয়েছে ছাত্রলীগ। হামলায় সংগঠনটির চার কর্মী আহত হয়েছেন।

মঙ্গলবার (১২ মার্চ) দুপুর সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে এ হামলার ঘটনা ঘটে। আহতরা হলেন, আবিদ খন্দকার ওয়াসি, জান্নাত মুমু, সায়মা আক্তার ও রাজেস।

এ বিষয়ে সংগঠনটির বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক বার্তা২৪.কম-কে বলেন, 'ডাকসু নির্বাচনে অনিয়ম ও কারচুপির প্রতিবাদে বিক্ষোভ মিছিলের সময় কতিপয় ছাত্রলীগের সন্ত্রাসীরা লাঠিসোঁটা নিয়ে আমাদের ওপর অতর্কিত হামলা চালায়। হামলার তারা আমাদের নারী কমরেডদেরও লাঞ্ছিত করে। তাদের এ নৃশংস হামলায় বেশ কয়েকজন নেতাকর্মী আহত হয়েছে। আমরা এ বিষয়ে প্রক্টর অফিসে লিখিত অভিযোগ করব।'

তবে মারধরের বিষয়টি অস্বীকার করে শাখা ছাত্রলীগের সাবেক উপ-দফতর বিষয়ক সম্পাদক মিজানুর রহমান বিপুল বার্তা২৪.কম-কে জানান, তারা জননেত্রী শেখ হাসিনা ও ছাত্রলীগ সংগঠন নিয়ে উল্টাপাল্টা স্লোগান দিলে আমাদের জুনিয়ররা সহ্য করতে পারেনি। পরে আমরা গিয়ে সমঝোতার চেষ্টা করি। মারধরের কোনো ঘটনা ঘটেনি।'

ঘটনার বিষয়ে প্রক্টর অধ্যাপক আলী আজগর চৌধুরী বার্তা২৪.কম-কে জানান, ছাত্র সংগঠনগুলো কোনো কর্মসূচি পালনের আগে প্রক্টর অফিসকে অবহিত করতেন তাহলে আমরা প্রয়োজনীয় প্রস্তুতি নিয়ে রাখতে পারতাম। এরপরেও ঘটনার পরে তাৎক্ষণিকভাবে পুলিশ ও প্রক্টরিয়াল বডি পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

সাম্প্রতিক সময়ের রাজনৈতিক প্রেক্ষাপট তুলে ধরে প্রক্টরে বলেন, 'ক্যাম্পাসে গণতন্ত্রের চর্চা হোক সেটা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষও আন্তরিকভাবে চায়। এর আগে ছাত্র সংগঠনগুলোর সহাবস্থান থাকা দরকার। ছাত্র সংগঠনগুলোর মধ্যে আন্তরিকতা না থাকলে পুলিশ দিয়ে ক্যাম্পাসে সহাবস্থান নিশ্চিত করা সম্ভব নয়।'

এ সম্পর্কিত আরও খবর