জাবির মুক্তমঞ্চে ‘মহাজনের নাও’

বিবিধ, ক্যাম্পাস

জাবি করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-27 13:54:21

সাধক, গীতিকবি ও গায়ক শাহ আব্দুল করিমের জীবন ও দর্শনের ওপর ভিত্তি করে লেখা নাটক ‘মহাজনের নাও’। এ জীবন দার্শনিকের ওপর রচিত নাটক ‘মহাজনের নাও’ মঞ্চায়িত হলো- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) সেলিম আল দীন মুক্তমঞ্চে।

বুধবার (১৩ মার্চ) রাত ৮টায় জাহাঙ্গীরনগর থিয়েটারের (টিএসসি) আয়োজিত নাট্যপার্বণের পঞ্চম দিনে নাটকটি মঞ্চায়িত হয়।

নাটকটি লিখেছেন শাকুর মজিদ। নির্দেশনা দিয়েছেন সুদীপ চক্রবর্তী এবং প্রযোজনা করে ‘সুবচন নাট্য সংসদ’।

প্রকৃতি, জীবন, মানবিক আবেগ; হাজার বছরের বহমান বাংলাদেশি সংস্কৃতির ধারক শাহ আব্দুল করিম। বাংলাদেশের গানের জগতে ‘বাউল সম্রাট’ উপাধিপ্রাপ্ত এ চারণকবি। আর কবিকে নিয়ে রচিত এ নাটকে গীতিকাব্যময় কথা ও গানে উঠে এসেছে তার জীবনের মরমী আখ্যান।

পালা রীতিতে নাটকটি প্রদর্শিত হয়। শাহ আবদুল করিমের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত কাহিনীবর্ণন নাট্য-উপস্থাপনাটির মূল বিষয়। যার গল্প মূলত দেহতত্ত্বনির্ভর। বর্ণনা ও সংলাপগুলো ছন্দোবদ্ধ। গানে তিনি ‘নৌকা’ শব্দটি অনেকবার ব্যবহার করেছিলেন। নাটকে সেই প্রতীকী নৌকার পরিচয় তুলে ধরা হয়েছে।

প্রসঙ্গত জাহাঙ্গীরনগর থিয়েটারের আয়োজনে নাট্যপার্বণ শুরু হয় ৯ মার্চ। বুধবার ছিল পার্বণের পঞ্চম দিন। বৃহস্পতিবার (১৪ মার্চ) পার্বণের শেষ দিনে আরন্যক নাট্যদল প্রযোজিত ‘রাঢ়াও’ নাটক মঞ্চায়নের মধ্যে দিয়ে পার্বণের সমাপ্তি ঘটবে।

এ সম্পর্কিত আরও খবর