রাবিতে শিক্ষা উপকরণ বিতরণ প্রকল্প চালু

বিবিধ, ক্যাম্পাস

রাবি করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-30 09:55:30

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) সংলগ্ন বিভিন্ন এলাকার সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করার লক্ষ্যে ‘শিক্ষা উপকরণ বিতরণ প্রকল্প’ নামের একটি প্রকল্প চালু করেছে বিশ্ববিদ্যালয়ের স্বেচ্ছাসেবী সংগঠন ইক্যুয়াল রাইটস অরগানাইজেশন।

শনিবার (১৬ মার্চ) দুপুরে বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সেমিনার কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এ প্রকল্পটি চালু করা হয়। প্রাথমিক ও উচ্চ বিদ্যালয় পর্যায়ের সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে আগামী এপ্রিল থেকে বছরে দুই বার এ শিক্ষা উপকরণ প্রদান করা হবে।

অনুষ্ঠানে সংগঠনটির প্রতিষ্ঠাতা রাজ কিরণ দাস বলেন, ‘আমরা সংখ্যালঘু ও প্রান্তিক জনগোষ্ঠীর জন্য ভাল কিছু করতে চাই। আমরা এই সকল জনগোষ্ঠীদের অধিকার রক্ষায় কাজ করছি। কারণ তারা বিভিন্নভাবে নিগৃহীত হচ্ছে। আশা করছি প্রকল্পটি সংখ্যালঘু ও প্রান্তিক জনগোষ্ঠীর শিশুদেরকে পড়ালেখার প্রতি উদ্বুদ্ধ করবে।’

এ সময় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা ও রাবির অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক ফজলুল হক, আইন বিভাগের সহকারী অধ্যাপক সাদিকুল ইসলাম সাগরসহ সংগঠনের অন্য সদস্যরা।

এ সম্পর্কিত আরও খবর