ক্লাস পরীক্ষা বর্জনের ঘোষণা বামজোটের

বিবিধ, ক্যাম্পাস

ঢাবি করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-24 18:29:40

গত ১১ মার্চ অনুষ্ঠিত হওয়া ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন বাতিল করে পুনঃতফসিল ঘোষণার দাবিতে আগামীকাল থেকে ক্লাস পরীক্ষা বর্জনের ঘোষণা দিয়েছে প্রগতিশীল ছাত্র ঐক্যজোট। এছাড়া বিশ্ববিদ্যালয় উপাচার্যের পদত্যাগের দাবিও জানিয়েছে এ ছাত্র জোটটি।

রোববার (১৭ মার্চ) দুপুরে বিশ্ববিদ্যালয় মধুর ক্যান্টিনে এক সংবাদ সম্মেলন করে এ ঘোষণা দেন ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক ও জোটের ভিপি প্রার্থী লিটন নন্দী।

সোমবার (১৮ মার্চ) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে জড়ো হয়ে উপাচার্য কার্যালয় ঘেরাও করার ঘোষণাও দেন তিনি।

তিনি বলেন, '১১ মার্চের নির্বাচনের মধ্য দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি কলঙ্কজনক অধ্যায় রচিত হয়েছে। এই নির্বাচন আমরা মানি না। ত্রুটিপূর্ণ নির্বাচনকে আমরা বৈধতা দিতে পারি না। এই ডাকসু আমাদের ডাকসু না।'

লিটন নন্দী বলেন, 'আগামীকাল ক্লাস-পরীক্ষা বর্জন এবং ভিসি কার্যালয়ে অবস্থানের মধ্য দিয়ে আমরা দুর্বার আন্দোলন গড়ে তুলব।'

এদিকে আজ ভোট বর্জনকারী পাঁচটি প্যানেলের সংবাদ সম্মেলন করার কথা ছিল। কিন্তু বামজোট বাদে অন্যরা না আসার কারণ জানতে চাইলে তিনি বলেন, 'অন্যরা এখনও ইন্টারনাল কিছু দ্বিধার মধ্যে আছে। আমরা আমাদের অবস্থান পরিষ্কার করছি।'

বাকিরা পরে তাদের অবস্থান পরিষ্কার করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

সংবাদ সম্মেলনে বামজোট কয়েকটি দাবি জানায়। সেগুলো হলো- ডাকসু নির্বাচন বাতিল করে পুনঃতফসিল ঘোষণা, উপাচার্যের পদত্যাগ, নির্বাচনে কারচুপির সাথে জড়িত শিক্ষকদের পদত্যাগ এবং মিথ্যা মামলা প্রত্যাহার করা।

এ সম্পর্কিত আরও খবর