ডাকসু পুনঃতফসিলের দাবিতে উপাচার্য কার্যালয়ের সামনে অবস্থান

বিবিধ, ক্যাম্পাস

ঢাবি করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-16 16:20:20

পূর্ব ঘোষণা অনুযায়ী ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের পুনঃতফসিল ঘোষণাসহ পাঁচ দফা দাবিতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কার্যালয়ের সামনে অবস্থান করছে ভোট বর্জনকারী পাঁচ প্যানেল।

সোমবার (১৮ মার্চ) দুপুরে বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশ থেকে বিক্ষোভ মিছিল নিয়ে উপাচার্য কার্যালয়ের সামনে অবস্থান নেন প্যানেলগুলোর নেতাকর্মীরা।

অবস্থান কর্মসূচিতে কোটা সংস্কার আন্দোলনের প্ল্যাটফর্ম 'বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ' এর যুগ্ম আহ্বায়ক মো. রাশেদ খান, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র ফেডারেশনের সভাপতি উম্মে হাবিবা বেনজীর, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক রাজিব দাস, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের সভাপতি সালমান সিদ্দিকী ও সহ-সভাপতি সাদিকুল ইসলাম সাদিক, স্বতন্ত্র ভিপি প্রার্থী এ. আর. এম. আসিফুর রহমান ও অরণি সেমন্তি খান সহ শতাধিক শিক্ষার্থী উপস্থিত আছেন।

তাদের পাঁচ দফা দাবি হলো- গত ১১ মার্চ অনুষ্ঠিত হওয়া ডাকসু নির্বাচন বাতিল করা, পুনঃতফসিল ঘোষণা করা, উপাচার্যের পদত্যাগ, নির্বাচনে কারচুপির সাথে জড়িত শিক্ষকদের পদত্যাগ ও মিথ্যা মামলা প্রত্যাহার করা।

উল্লেখ্য, গত ১১ মার্চ অনুষ্ঠিত হওয়া ডাকসু নির্বাচনে কারচুপিসহ নানা অভিযোগ এনে ভোট বর্জন করেছিলেন ছাত্রলীগ ব্যতীত অন্য সব প্যানেল। তখন থেকেই ছাত্রদল বাদে ভোট বর্জনকারী পাঁচটি প্যানেল একজোটে পুনঃতফসিলের দাবি জানিয়ে আসছে।

ভোট বর্জনকারী এই পাঁচটি প্যানেল হলো- বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ, প্রগতিশীল ছাত্র ঐকজোট, প্রগতিশীল ছাত্র ফেডারেশন, স্বাধিকার স্বতন্ত্র পরিষদ ও স্বতন্ত্র জোট।

এ সম্পর্কিত আরও খবর