ডাকসুর কার্যকরী পর্ষদের সভা শনিবার

বিবিধ, ক্যাম্পাস

স্টাফ করেসপন্ডেন্ট, ঢাকা, বার্তা২৪.কম | 2023-08-30 22:03:09

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) নবনির্বাচিত কার্যকরী পর্ষদের প্রথম সভা আগামী শনিবার (২৩ মার্চ) অনুষ্ঠিত হবে।

সোমবার (১৮ মার্চ) বিশ্ববিদ্যালয়ের প্রভোস্ট কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

ডাকসুর কেন্দ্রীয় কমিটির পর্ষদ সভা হবে উপাচার্য অফিসের পাশের পুরাতন সিনেট অডিটোরিয়ামে। আর হল কমিটির সভা সংশ্লিষ্ট হলগুলোয় অনুষ্ঠিত হবে।

এ বিষয়ে ডাকসু'র সভাপতি ও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. আখতারুজ্জামান বার্তা২৪.কম-কে বলেন, 'আগামী ২৩ মার্চ সকাল ১১টায় ডাকসু ও হল সংসদের প্রথম কার্যকরী পর্ষদ সভা অনুষ্ঠিত হবে।'

দীর্ঘ ২৮ বছরেরও বেশি সময় পর ১১ মার্চ ডাকসু ও হল সংসদগুলোর নির্বাচন হয়। এই নির্বাচনে ডাকসু ভিপি নির্বাচিত হন কোটা সংস্কার আন্দোলনের নেতা নুরুল ইসলাম নুর আর জিএস নির্বাচিত হয়েছেন ছাত্রলীগের সাধারণ সম্পাদক গোলাম রব্বানী।

এছাড়া ডাকসুর মোট ২৫টি পদের মধ্যে জিএস-এজিএসসহ ২৩টি পদে জিতেছে ছাত্রলীগ মনোনীত সম্মিলিত শিক্ষার্থী সংসদ।

নির্বাচনের দিন থেকে অনিয়ম ও কারচুপির অভিযোগ এনে ভোট বর্জন করেছিল নির্বাচিত ভিপি নুরুল হক নুর প্যানেলসহ পাঁচটি প্যানেল। প্রগতিশীল ছাত্র ঐক্য সোমবার পুনঃনির্বাচনের দাবিতে ক্লাস পরীক্ষা বর্জনের কর্মসূচি পালন করে।

এ সম্পর্কিত আরও খবর