দায়িত্ব নিলেন নবনির্বাচিত ডাকসু নেতৃবৃন্দ

বিবিধ, ক্যাম্পাস

ঢাবি করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-23 15:19:40

অনেক নাটকীয়তার পর দায়িত্ব নিলেন দীর্ঘ ২৮ বছর পর সচল হওয়া ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদের নবনির্বাচিত নেতৃবৃন্দ।

শনিবার (২৩ মার্চ) সকাল সাড়ে ১১টার দিকে ডাকসু ভবনে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আখতারুজ্জামানের সঙ্গে নবনির্বাচিত কমিটির প্রথম কার্যকারী সভা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভা থেকেই দায়িত্ব নেন নবনির্বাচিত ডাকসু নেতৃবৃন্দ। একই সময়ে হল সংসদের নেতারাও হল প্রাধ্যক্ষের কাছ থেকে দায়িত্ব নেন।

শনিবার দুপুর দেড়টার দিকে ডাকসু ভবনের সামনে এক সংবাদ সম্মেলন করে দায়িত্ব গ্রহণের বিষয়টি নিশ্চিত করেন উপাচার্য আখতারুজ্জামান। এ সময় নবনির্বাচিত ডাকসু ভিপি নুরুল হক নুর, জিএস গোলাম রাব্বানী ও এজিএস সাদ্দাম হোসাইন সহ নির্বাচিত ডাকসু নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, দীর্ঘ ২৮ বছর পর গত ১১ মার্চ ডাকসু ও হল সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ডাকসুতে ২৫টি পদের মধ্যে ২৩টি পদে ছাত্রলীগ জয় পেলেও কোটা সংস্কার আন্দোলনের প্ল্যাটফর্ম বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ প্যানেল থেকে ভিপি পদে নুর ও সমাজসেবা সম্পাদক পদে আকতার হোসেন জয় লাভ করেন।

এ সম্পর্কিত আরও খবর