স্বাধীনতা দিবসে রোকেয়া হলের ভিপি’র ব্যতিক্রমী আয়োজন

বিবিধ, ক্যাম্পাস

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-25 07:21:08

মঙ্গলবার (২৬ মার্চ) স্বাধীনতা দিবস। এ দিবস উদযাপনে ব্যস্ত সময় পার করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলের শিক্ষক-শিক্ষার্থীরা। এর অংশ হিসেবে বিশ্ববিদ্যালয়ের বেগম রোকেয়া হলে টাকা দিয়ে ফল কেনার নিয়ম ভেঙে বিনা মূল্যে ছাত্রীদের মাঝে বেলের শরবত বিতারণ করা হয়েছে।

সদ্য হল সংসদ নির্বাচনে নির্বাচিত রোকেয়া হলের ভিপি ইসরাত জাহান তন্নী এই ব্যতিক্রমধর্মী অনুষ্ঠানের আয়োজন করেন।

পরে তিনি বার্তা২৪.কমকে বলেন, ‘হলের একটা নিয়ম ছিল। কোনো মেয়ে যদি গাছ থেকে ফল খেতে চাইতো, সেটা টাকার বিনিময়ে খেতে হতো। কিন্ত আমি সকলের জন্য ফল বিনা মূল্যে ফল খাওয়ার ব্যবস্থা করে দিয়েছি। তারই অংশ হিসেবে আজ স্বাধীনতা দিবসে কমপক্ষে এক হাজার জন ছাত্রীকে বেলের শরবত দেওয়া হয়েছে। এছাড়া রাতে খাবার টেবিলে ছাত্রীদের জন্য আরেকটি বিশেষ আয়োজন রয়েছে। হলে চাষ করা সজনে ডাটার ফ্রি ডাল পাবে মেয়েরা।’

তিনি আরও বলেন, ‘কিছুদিন আগেও আমরা ৫০ থেকে ৬০ টাকা দিয়ে নারিকেল কিনে খেতাম। কিন্তু এখন সব ফলের গাছ উন্মুক্ত করে দিয়েছি সবার জন্য।’

সদ্য নির্বাচিত রোকেয়া হলের এই ভিপি বলেন, ‘সাধারণত মেয়েদের হলে মায়েদের থাকা সুযোগ হল কর্তৃপক্ষ দিত না। আমি যখন থেকে ছাত্রীদের পক্ষে কথা বলার সুযোগ পেয়েছি প্রথমেই মায়েদেরকে হলে থাকার বিষয়টি উন্মুক্ত করে দিয়েছি। যে কেউ চাইলে তার মাকে হলে নিয়ে আসতে পারবেন। তাছাড়া রাত সাড়ে ৯ টার সময় গেট বন্ধের পরিবর্তে ১০ টা করা হয়েছে।’

এ সম্পর্কিত আরও খবর