সামাজিক কর্মকাণ্ডে যুক্ত না হলে মূল সনদ পাবেন না যবিপ্রবি শিক্ষার্থীরা

বিবিধ, ক্যাম্পাস

সেন্ট্রাল ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-22 20:58:54

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) উপাচার্যঅধ্যাপক ড. মো: আনোয়ার হোসেন বলেছেন, ‘এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সামাজিক দায়বদ্ধতায় উৎসাহিত করতে বিশেষ পদপেক্ষ নেওয়া হবে। কোনো শিক্ষার্থী যদি সুনির্দিষ্ট ঘণ্টা সামাজিক দায়বদ্ধতামূলক কর্মকাণ্ডে ব্যয় না করে, তাহলে সে সমাবর্তনে অংশগ্রহণ করতে পারবে না, মূল সনদও পাবে না।’

তিনি বলেন, ‘একজন শিক্ষার্থী সমাজের প্রতি দায়বদ্ধ থেকে সামাজিক কর্মকাণ্ড করবেন এটাই স্বাভাবিক। কিন্তু যদি সে না পারে, তাহলে কাজ চালানোর জন্য তাকে সাময়িক সনদ দিয়ে দেওয়া হবে।’ 

বুধবার (২৭ মার্চ) দুপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে যবিপ্রবির অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস ক্লাব আয়োজিত রক্তদান কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে উপাচার্য এসব কথা বলেন। কর্মসূচিতে প্রায় ৪৭০ জন শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী স্বেচ্ছায় রক্তদাতা নিবন্ধন করেন।

অধ্যাপক মো: আনোয়ার হোসেন বলেন, ‘আলোকিত মানুষ হতে হলে শুধু প্রাতিষ্ঠানিক শিক্ষা অর্জন করলেই হবে না, সামাজিক দায়বদ্ধতাও থাকতে হবে। মানবিক গুণাবলী অর্জন না করলে প্রাতিষ্ঠানিক এ শিক্ষার কোনো দাম নেই।’

শিক্ষার্থীদের মানবিক গুণাবলী গড়ে তোলার উপর জোর দিয়ে উপাচার্য বলেন, ‘কেউ জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে থাকলে তখন তার রক্তের প্রয়োজন হয়। জীবনকে বাঁচানোর সময়কার দানই তো শ্রেষ্ঠ দান। তোমরা নিজেদের মানবিক গুণাবলী সমৃদ্ধ করে গড়ে তুলবে, এটাই আমাদের চাওয়া।’

বিশেষ অতিথির বক্তব্যে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির যশোর ইউনিটের সাধারণ সম্পাদক ও যশোর প্রেসক্লাবের সভাপতি জাহিদ হাসান টুকুন বলেন, ‘রক্ত দিলে মানুষের শরীর অনেক হালকা লাগে। শরীরের কোনো ক্ষতি হয় না। অথচ এর ফলে একজন বিপন্ন মানুষের জীবন রক্ষা পায়।’ 

অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের চেয়ারম্যান মোহাম্মদ কামাল হোসেনের সভাপতিত্বে রক্তদান কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে আরও বক্তব্য দেন যবিপ্রবি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ড. মো: নাজমুল হাসান, মার্কেটিং বিভাগের চেয়ারম্যান ড. মো: মেহেদী হাসান, ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের চেয়ারম্যান ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম প্রমুখ।

রক্তদান কর্মসূচি বাস্তবায়নে সার্বিকভাবে সহযোগিতা করে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির যশোর ইউনিট। 

এ সম্পর্কিত আরও খবর