পলিথিনের কারণে সমস্ত বিশ্ব হুমকির মুখে: বন ও পরিবেশ মন্ত্রী

বিবিধ, ক্যাম্পাস

শাবিপ্রবি করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-10 06:56:31

বাংলাদেশ সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন এমপি বলেছেন, ‘পরিবেশের ক্ষতির মূল কারণ হচ্ছে পলিথিন। পলিথিনের কারণে আমাদের পরিবেশ ধ্বংস হয়ে যাচ্ছে। খাল বিল, নদী-সাগর সব ভরাট হয়ে যাচ্ছে। এজন্য পলিথিন ব্যবহার না করার জন্য মানুষদের সচেতন করতে হবে।’

শুক্রবার (১২ এপ্রিল) শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন বিভাগের বিশ বছর পূর্তি উপলক্ষে দুইদিনব্যাপী পুনর্মিলনী অনুষ্ঠানের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।

মন্ত্রী এ সময় বলেন, ‘দেশে পলিথিন ব্যবহার নিষিদ্ধ। পাট দিয়ে সোনালি ব্যাগ তৈরির জন্য মন্ত্রণালয় থেকে দশ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। কিছু দিনের মধ্যে পলিথিনের বিকল্প ব্যাগ আমরা তৈরি করতে পারব। আমাদের দেশে আগে পাটের ব্যাগ ছিল। আমাদের পূর্ব পুরুষরা এবং আমরাও ছোট সময় পাটের ব্যাগ ব্যবহার করতাম। এই সভ্যতার কারণে আমরা পাটের ব্যাগ বাদে পলিথিনের ব্যাগ হাতে নিয়েছি। আর পলিথিনের কারণে আজ সমস্ত বিশ্ব হুমকির মুখে। এছাড়া টিলা কাটা ও বোমা মেশিন দিয়ে পাথর তোলা বন্ধ করতে হবে। পরিবেশ রক্ষা করতে পারলে আমাদের দেশকে আরও উন্নত করতে পারব।’

মন্ত্রী আরও বলেন, ‘ফেনির মাদরাসা ছাত্রী নুসরাত জাহান রাফির মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত এবং এই হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। এই রকম কিছু কিছু ঘটনা আমাদের সামাজিকভাবে প্রতিহত করতে হবে। দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমাদের লক্ষ্য বাস্তবায়নের জন্য কাজ করে যেতে হবে।’

তিনি আরও বলেন, শাবিপ্রবিকে আরও সবুজ করার জন্য আমি কাজ করব। আমি মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেবো বিশ্ববিদ্যালয়কে সবুজ করার জন্য যাতে পর্যাপ্ত গাছ প্রদান করে এবং পরিকল্পনা গ্রহণ করে যাতে বিশ্ববিদ্যালয় আরও সবুজ হয়। শাবিপ্রবি সারা দেশে যেভাবে সেরা বিশ্ববিদ্যালয় হিসেবে স্বীকৃতি লাভ করেছে আমরা সবাই মিলে তা ধরে রাখতে চাই।’

শুক্রবার সকাল ১০টায় অ্যালামনাই এসোসিয়েশন অব বিজনেস এডমিনিস্ট্রেশন, সাস্ট এর উদ্যোগে ‘টুগেদার ফরএভার’ স্লোগানকে সামনে রেখে এই পুনর্মিলনীর উদ্বোধনী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়। অ্যাসোসিয়েশনের সভাপতি তানভীর আহমেদ শাকিলের সভাপতিত্বে এবং বিভাগের সাবেক শিক্ষার্থী ফয়জুল্লাহ ওয়াসিফের সঞ্চালনায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এসময় গেস্ট অব অনার হিসেবে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ, বিশেষ অতিথি হিসেবে ম্যানেজম্যান্ট এন্ড বিজনেস এডমিনিস্ট্রেশন অনুষদের ডিন ও ব্যবসায় প্রশাসন বিভাগের প্রধান অধ্যাপক ড. মোছাদ্দেক আহমেদ চৌধুরী বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, স্কুল অব ম্যানেজম্যান্ট এন্ড বিজনেস এডমিনিস্ট্রেশনের সাবেক ডিন অধ্যাপক ড. মো নজরুল ইসলাম, ব্যবসায় প্রশাসন বিভাগের অধ্যাপক ড. মো. মনিরুল ইসলাম, অধ্যাপক ড. মো খায়রুল ইসলাম, অধ্যাপক ড. মাজহারুল হাসান মজুমদার, আল হারামাইন হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক এহসানুর রহমান, বারডেম হাসপাতালের সাবেক চিকিৎসক অধ্যাপক ডা. এম ফয়জুদ্দিন, পররাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব ও পুনর্মিলনী অনুষ্ঠানের আহ্বায়ক তানভীর আহমদ তরফদার, ১ম ব্যাচের শিক্ষার্থী নিজাম উদ্দিন আকন্দ প্রমুখ। শুভেচ্ছা বক্তব্য রাখেন এলামনাই এর সাধারণ সম্পাদক মনির আহমেদ চৌধুরী।

এছাড়া, স্মারক ‘গ্রাস রুট’ এর মোড়ক উন্মোচন, এলামনাই এসোসিয়েশনের ওয়েবসাইট উদ্বোধন ও কেক কাটা হয় এবং বিভাগের শিক্ষকবৃন্দ, সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের এক বর্ণাঢ্য আনন্দ র‌্যালির বের করা হয়। সন্ধ্যায় হ্যান্ডবল গ্রাউন্ডে কনসার্টের আয়োজন করা হয়। এতে দেশসেরা ব্যান্ড অর্থহীন, বিশ্ববিদ্যালয়ের ব্যান্ড রিম, নোঙর, বিভাগের নিজস্ব ব্যান্ড আনাড়ির পরিবেশনা থাকবে।

এছাড়া দ্বিতীয় দিন দিনব্যাপী ক্রীড়া প্রতিযোগিতা, ফান প্রোগ্রাম, স্মৃতিচারণ ও বিভাগের শিক্ষার্থীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান থাকবে।

এ সম্পর্কিত আরও খবর