বৈশাখী উৎসব ৫টায় শেষ করার নির্দেশ শাবিপ্রবি প্রশাসনের

বিবিধ, ক্যাম্পাস

শাবিপ্রবি করেসপন্ডেন্ট | 2023-09-01 07:10:10

১লা বৈশাখ উপলক্ষে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। একইসঙ্গে নিরাপত্তার স্বার্থে বিকেল ৫টার মধ্যে সব ধরনের অনুষ্ঠান শেষ করতে বলা হয়েছে এবং বিকেল সাড়ে ৫টার মধ্যে বহিরাগত দর্শনার্থীদের ক্যাম্পাস ত্যাগের নির্দেশ দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

শনিবার (১৩ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের প্রক্টর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, পহেলা বৈশাখ উপলক্ষে শাবিপ্রবি প্রশাসন বর্ণাঢ্য র‍্যালী, লোকজ সঙ্গীত, সাংকৃতিক অনুষ্ঠান এবং মেলার কর্মসূচি হাতে নিয়েছে।

নিরাপত্তার স্বার্থে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষ্ঠান বিকেল ৫টা পর্যন্ত চলবে এবং সাড়ে ৫টার মধ্যে অভ্যাগত অতিথিদের ক্যাম্পাস ত্যাগ করতে নির্দেশ দেওয়া হয়েছে। একইসঙ্গে বিশ্ববিদ্যালয়ের প্রান্তিক এলাকায়, লোকালয়ের বাইরে, টিলাগুলোতে নিরাপত্তার স্বার্থে যাতায়াত ও অবস্থান করা থেকে বিরত থাকতে বলা হয়েছে বিজ্ঞপ্তিতে।

এদিকে রেজিস্ট্রার দপ্তর থেকে প্রেরিত এক বিজ্ঞপ্তি থেকে জানা যায়, রোববার (১৪ এপ্রিল) সকাল ১০টায় একাডেমিক ভবনের সামনে থেকে মঙ্গল শোভাযাত্রা বের করা হবে।

এ সম্পর্কিত আরও খবর