মুজিবনগর দিবসে রাবিতে আলোচনা সভা

বিবিধ, ক্যাম্পাস

রাবি করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-11 14:13:55

মুজিবনগর দিবস উপলক্ষে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৭ এপ্রিল) সকালে বিশ্ববিদ্যালয়ের শহীদ তাজউদ্দিন আহমেদ সিনেট ভবনে মুক্তিযুদ্ধের চেতনা ও মূল্যবোধে বিশ্বাসী প্রগতিশীল শিক্ষক সমাজ এ আলোচনা সভার আয়োজন করে।

সভায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হারুনুর রশীদ।

তিনি বলেন, ‘বাঙালি জাতির হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। মেহেরপুরের বৈদ্যনাথ তলার আম্রকানন বাঙালির ইতিহাসে একটি অবিচ্ছেদ্য অংশ হিসেবে সংজ্ঞায়িত হয়ে থাকবে। ১৯৭১ সালে ২৬ মার্চ স্বাধীণতার ঘোষণার ধারাবাহিকতায় ১০ এপ্রিল সরকার গঠন করা হয়। মুজিব রাজনীতির শুধু কবি নন, রাজনীতির একজন শিল্পীও বটে।’

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক এম আব্দুস সোবহান বলেন, ‘মুজিবনগর সরকার গঠিত না হলে মুক্তিযোদ্ধা পরিচালনায় বিশৃঙ্খলা সৃষ্টি হতো। আমাদের তরুণ প্রজন্মকে অবশ্যই মুজিবনগর সরকার গঠনের তাৎপর্য জানা উচিত। হাজার বছরেও বঙ্গবন্ধুর মতো আর কেউ আবির্ভূত হননি। বঙ্গবন্ধুর মতো নিঃস্বার্থভাবে, স্বার্থত্যাগ ও নিপীড়ন সহ্য করা নেতা বিশ্বে আর দুটো নেই। বঙ্গবন্ধুর ত্যাগের জায়গা কেউই অতিক্রম করতে পারে নি। মুক্তিযোদ্ধাদের মনে প্রাণে ছিল বঙ্গবন্ধুর আদর্শ।’

বিশ্ববিদ্যালয় মুক্তিযুদ্ধের চেতনা ও মূল্যবোধে বিশ্বাসী প্রগতিশীল শিক্ষক সমাজের আহ্বায়ক ও পদার্থ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. এম মুজিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন, বিশ্ববিদ্যালয়ের দুই উপ-উপাচার্য অধ্যাপক ড. চৌধুরী মো. জাকারিয়া, অধ্যাপক ড. আনন্দ কুমার সাহা ও কোষাধ্যাক্ষ এ কে এম মোস্তাফিজুর রহমান আল-আরিফ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ইতিহাস বিভাগের অধ্যাপক ড. চিত্ররঞ্জন মিশ্র।

এ সম্পর্কিত আরও খবর