মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতি যবিপ্রবির শ্রদ্ধা

বিবিধ, ক্যাম্পাস

সেন্ট্রাল ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-25 05:25:51

ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে শ্রদ্ধা নিবেদন করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি (যবিপ্রবিশিস)। বুধবার (১৭ এপ্রিল) দুপুরে যবিপ্রবি প্রধান ফটকে বঙ্গবন্ধুর ম্যুরালে ফুল দিয়ে শ্রদ্ধা জানান সমিতির সদস্যরা।

এ সময় যবিপ্রবি শিক্ষক সমিতির সভাপতি আহবায়ক অধ্যাপক ড. মো. ইকবাল কবীর জাহিদ বলেন, ১৭ এপ্রিল শপথের মধ্য দিয়ে স্বাধীন বাংলাদেশ সরকারের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। এদিন বঙ্গবন্ধুর স্বাধীনতার ঘোষণার আনুষ্ঠানিক অনুমোদন দেওয়া হয়। এই অকাট্য ইতিহাস নিয়েও নানা সময় বিকৃত করার হীন চেষ্টা করা হয়েছে। আমরা কোনোভাবেই মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস বিকৃত হতে দেব না।

এ সময় উপস্থিত ছিলেন যবিপ্রবি শিক্ষক সমিতির সাবেক সভাপতি অধ্যাপক ড. মো. আনিছুর রহমান, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ও নীল দলের যুগ্ম আহবায়ক ড. মো. নাজমুল হাসান, ফলিত বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডিন ড. মো. ওমর ফারুক, শহীদ মসিয়ূর রহমান হলের প্রভোস্ট প্রকৌশলী ড. মো. আমজাদ হোসেন, বীর প্রতীক তারামন বিবি হলের প্রাধ্যক্ষ ড. শিরীন নিগার, মুনশি মোহাম্মদ মেহরুল্লাহ হলের প্রাধ্যক্ষ ড. মো. জাফিরুল ইসলাম, নীল দলের কার্যকরী সদস্য ডা. মো. ফিরোজ কবির প্রমুখ।

এ সম্পর্কিত আরও খবর