প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয় টেক্সটাইল অ্যালামনাইয়ের পুনর্মিলনী

বিবিধ, ক্যাম্পাস

সেন্ট্রাল ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-28 21:01:46

রাজেন্দ্রপুর ব্র্যাক সি ডি এম সেন্টার, গাজীপুরে কর্মরত প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ও টেক্সটাইল ইঞ্জিনিয়ারদের দিন ব্যাপী পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

‘বস্ত্রখাতকে বাঁচাও, অর্থনীতিকে বাঁচাও, দেশকে বাঁচাও’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সম্প্রতি এ পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. আবদুল হান্নান চৌধুরী, ট্রেজারার একেএম আশরাফুল হক এবং রেজিষ্ট্রার, আবুল কাশেম মোল্লা।

লোগো উন্মোচন অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয়ের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের সগযোগী অধ্যাপক এম. এ. সাঈদ মিয়া, হেলাল উদ্দিন এবং বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানগণসহ বিশ্ববিদ্যালয়ের প্রাক্তণ ছাত্র এবং সিনিয়র ইঞ্জিনিয়ার উজ্জ্বল ডাকুয়া ও রাশেদ আহমেদসহ চার শতাধিকেরও বেশি ইঞ্জিনিয়ার উপস্থিত ছিলেন।

পায়রা উড়িয়ে এবং লোগো উন্মোচন করে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়।  অনুষ্ঠানে বাংলাদেশ টেক্সটাইল ইঞ্জিনিয়ারদের কর্ম দক্ষতা বাড়ানোর জন্য বিশেষভাবে আলোচনা করা হয়। দক্ষ ও স্থানীয় টেক্সটাইল ইঞ্জিনিয়ারদের দেশে এবং বিশ্বের তৈরি পোশাক ব্যবসায় প্রতিযোগিতামূলক বাজার সম্প্রসারণের মাধ্যমে সবুজ বিশ্বের এবং স্থায়িত্বের ওপর জোর দেওয়া হয়।

অনুষ্ঠানের পৃষ্ঠপোষকতায় ছিলেন লিস্কি টেকনোলজি (বিডি) লিমিটেড, কেসি টেক্স ইন্টারন্যাশনাল লিমিটেড, কর্পোরেট ফিল্ড এবং আরটেক্স কর্পোরেশন লিমিটেড।

এ সম্পর্কিত আরও খবর