মাদক নির্মূলে রাবিতে ‘বন্ধন’-এর যাত্রা শুরু

বিবিধ, ক্যাম্পাস

রাবি করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-24 10:19:09

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) নতুন সামাজিক সংগঠন ‘বন্ধন’-এর যাত্রা শুরু হয়েছে। রোববার (২৮ এপ্রিল) সকালে সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মুসফিকা তাসলিমকে আহ্বায়ক করে সংগঠনটির ৯ সদস্যের কমিটি ঘোষণা করা হয়।

কমিটির সদস্যরা হলেন- যুগ্ম-আহ্বায়ক মো. সোহানুর রহমান ও মো. আশরাফুল ইসলাম, সদস্য রাশেদুল ইসলাম, মিজানুর রহমান, নাঈম আশরাফ, তমাল হোসাইন, প্রীতি রায় ও আল আমিন।

সংগঠনটি মাদকাসক্ত-জুয়াড়ি-বখাটেদের সুস্থ জীবনে ফিরিয়ে আনা, নারী-শিশু নির্যাতন, বাল্যবিবাহ রোধ ও মাদকমুক্ত এলাকা গড়তে আইন-শৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করাসহ ১১ দফা লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে কাজ করবে। সংগঠনটির কেন্দ্রীয় কার্যালয় রাজশাহীর পুঠিয়া উপজেলার বানেশ্বরে।

এ সম্পর্কিত আরও খবর