ঢাবি সাংবাদিক সমিতি ঢাবির ওয়াচ ডগ: উপাচার্য

বিবিধ, ক্যাম্পাস

ঢাবি করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-26 06:51:53

ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতিকে (ডুজা) বিশ্ববিদ্যালয়ের ওয়াচ ডগ (অতন্দ্র প্রহরী) বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।

রোববার (২৮ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র মিলনায়তনে ডুজা আয়োজিত ‘পেশাদারি সাংবাদিকতার প্রতিবন্ধকতা ও আগামীর চ্যালেঞ্জ’ শীর্ষক বার্ষিক সেমিনার ও দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে উপাচার্য এসব কথা বলেন।

ঢাবি সাংবাদিক সমিতির নব-নির্বাচিত সভাপতি রায়হানুল ইসলাম আবির এর সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সমিতির নব-নির্বাচিত সাধারণ সম্পাদক মাহদী আল মুহতাসিম নিবিড়। অনুষ্ঠানের মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাবির গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক সাইফুল আলম চৌধুরী।

এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক যুগান্তরের সম্পাদক সাইফুল আলম, ডুজার সাবেক সাধারণ সম্পাদক ও জিটিভির প্রধান নির্বাহী সম্পাদক সৈয়দ ইশতিয়াক রেজা, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক কবির আহমেদ খান, সমিতির সাবেক সভাপতি মাহবুব রনি, সদ্য সাবেক সভাপতি আসিফ ত্বাসীন, সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান নয়ন প্রমুখ।

এ সময় প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. আখতারুজ্জামান বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি (ডুটা), ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (ডুজা); এগুলো একটা বড় বড় নামে রূপান্তরিত হয়েছে। আমি দেখে অত্যন্ত আনন্দিত অনেক সময় অনেক পরীক্ষায় আসে ডুজা মানে কি। এর মানে এর গুরুত্ব এবং তাৎপর্য বিবেচনায় সাংবাদিক সমিতি সবসময় একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। এটি ঢাবির অতন্দ্র প্রহরী হিসেবে দায়িত্বপালন করছেন।'

উপাচার্য সাংবাদিক সমিতির নতুন এবং পুরাতন কমিটিকে আন্তরিকভাবে অভিনন্দন জানান।’

অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ভিপি নুরুল হক নুর, জিএস গোলাম রাব্বানী, এজিএস সাদ্দাম হোসেন, বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ সভাপতি সনজিত চন্দ্র দাস, জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আকরামুল হক, ডাকসুতে ছাত্রদলে জিএস প্রার্থী আনিছুর রহমান খন্দকার অনিকসহ বিভিন্ন রাজনৈতিক ছাত্র সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এ সম্পর্কিত আরও খবর