অধিভুক্ত অপর কলেজের মতোই পরিচালিত হবে সাত কলেজ: উপাচার্য

বিবিধ, ক্যাম্পাস

ঢাবি করেসপন্ডেন্ট | 2023-08-28 11:50:40

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত অপর ১১১টি কলেজের মতোই পরিচালিত হবে সরকারি সাত কলেজ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো আখতারুজ্জামান এ তথ্য জানিয়েছেন। সোমবার অধিভুক্ত সাত কলেজ বাতিলের দাবিতে আন্দোলনরত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের তিনি এসব কথা বলেন।
উপাচার্য বলেন, বাকি ১১১টি অধিভুক্ত কলেজের মতোই পরিচালিত হবে ঢাবির অধিভুক্ত সরকারি সাত কলেজ। এসময় উপাচার্য চারটি আশ্বাস দেন আন্দোলনরত শিক্ষার্থীদের।
সেগুলো হলো, সাত কলেজের প্রশ্নপত্র প্রণয়ন এবং উত্তরপত্র মূল্যায়ন এখন থেকে নিজ নিজ কলেজে সম্পন্ন হবে। ঢাবির শিক্ষকগণ তাদের খাতা দেখবেন না।

সাত কলেজের জন্য আলাদা কোনো প্রশাসনিক ভবন নির্মাণ হবে না। রেজিস্ট্রার ভবনে সাত কলেজের কার্যক্রম পরিচালিত হবে না।

এছাড়া ‘ক্রাশ প্রোগ্রাম’ নামের প্রোগ্রামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো শিক্ষক অংশগ্রহণ করবেন না। ঢাকা বিশ্ববিদ্যালয় সার্টিফিকেট এবং সাত কলেজের সার্টিফিকেটের আলাদাকরণে দ্রুত বৈজ্ঞানিক কৌশল অবলম্বন করা হবে।

উপাচার্য বলেন, সাত কলেজের কোনো ছাত্রছাত্রী ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিচয় ব্যবহার করতে পারবেন না৷ তাদের কোনো আইডিকার্ডও ঢাবি কর্তৃপক্ষ দেবে না। কেউ পরিচয় দিলে ডিরেক্ট (সরাসরি) ব্যবস্থা নেওয়া হবে।

এর আগে সোমবার সকাল সাড়ে ১১টায় রাজু ভাস্কর্য থেকে শিক্ষার্থীরা মিছিল নিয়ে উপাচার্য বরাবর স্মারকলিপি দেন। স্মারকলিপি প্রদানকালে এসব আশ্বাস দেন উপাচার্য।
উল্লেখ্য, পূর্বের ১১১ টি কলেজ এবং রাজধানীর বড় এই সাতকলেজসহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের মোট অধিভুক্ত কলেজের সংখ্যা ১১৮টি।

এদিকে উপাচার্যের দেওয়ার এমন আশ্বাসে শিক্ষার্থীরা সাময়িক আন্দোলন স্থগিত করেছেন। আন্দোলনকারীদের মুখপাত্র আহমেদ শরীফ তায়িফ বার্তা২৪.কমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

এ সম্পর্কিত আরও খবর