ধানের ন্যায্য মূল্যের দাবিতে জাবিতে মানববন্ধন

বিবিধ, ক্যাম্পাস

জাবি করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-10 03:16:33

কৃষকের উৎপাদিত ধানের ন্যায্য মূল্যে প্রদানের দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখা।

বুধবার (১৫ মে) দুপুর বারোটায় বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে নেতাকর্মীরা কৃষককে তার উৎপাদিত ফসলের সঠিক মূল্যে প্রদানে সরকারকে সঠিক ভূমিকা পালনের আহ্বান জানান।

মানববন্ধনে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ জাবি শাখার যুগ্ম আহ্বায়ক জয়নাল আবেদীন শিশির।

তিনি বলেন, ‘বাংলাদেশ উন্নয়নের মহাসড়কে হাঁটছে এই বক্তব্য আজ মিথ্যা হয়ে দাঁড়িয়েছে। কৃষকের উৎপাদিত ধানের মূল্য ১০ টাকা কেজি অথচ আমরা চাল কিনি ৬০ টাকা কেজি। তাহলে এই কৃষকের উৎপাদিত পণ্যের লাভ কারা করছে? সরকারকে সেটা বের করতে হবে। আমরা যদি শুধু উন্নয়নের মিথ্যা গল্প শুনিয়ে যাই তবে কৃষক বাঁচবে কিভাবে। কৃষককে বাঁচাতে হবে তবেই বাঁচবে দেশ।’

বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ জাবি শাখার সদস্য মতিউর রহমান মুন্নার সঞ্চালনায় মানববন্ধনে আরও বক্তব্য রাখেন জাবি শাখার আহ্বায়ক শাকিলউজ্জামান, যুগ্ম আহ্বায়ক আদীব আরিফ, রেজাউল আমিন, সমন্বয়ক আবু সাইদ প্রমুখ।

এ সম্পর্কিত আরও খবর